সুখবর! ফের DA বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের, আরও বাড়ল রাজ্যের পার্থক্য

সুখবর! ফের DA বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের, আরও বাড়ল রাজ্যের পার্থক্য

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর৷ এক ধাক্কায় বেশ খানিকটা মহার্ঘ ভাতা বৃদ্ধি করল কেন্দ্র৷ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে৷

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘভাতা আরও ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে৷ এর আগে কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য তারা কিছু সুখবর ঘোষণা করবে৷ ধাপে ধাপে বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছিল৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৪ শতাংশ হারে কেন্দ্রীয় মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে৷

জানানো হয়েছে, পয়লা জুলাই ২০১৯ সাল থেকে এই মহার্ঘ ভাতা মিলবে৷ গত এক বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ১২ শতাংশ থেকে বেড়ে এই মুহূর্তে ১৭ শতাংশ হল৷ ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা ঘোষণা হওয়ায় কেন্দ্রের প্রায় ৫০ লক্ষ কর্মচারী ও ৬২ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারী উপকৃত হবেন৷ কেন্দ্রীয় সরকারের এই সুখবর আগামী অর্থবর্ষ থেকে কার্যকর হবে বলেও জানা গিয়েছে৷ নয়া হারে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা হওয়ায় কেন্দ্র সরকারের মোট ১৫৯০৯ কোটি টাকা খরচ হবে৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে মহার্ঘ ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

কেন্দ্রের এই ঘোষণায় রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পার্থক্য বেশ খানিকটা বেড়ে গিয়েছে৷ সদ্য রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করে বকেয়া মহার্ঘ ভাতা ও মহার্ঘ ভাতা র বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি৷ বেতন স্লিপে উধাও ডিএ৷ বয়েকা মহার্ঘ ভাতা নিয়ে চলছে মামলা৷ নতুন করে কেন্দ্রের তরফে বর্ধিত মহার্ঘ ভাতা ঘোষণা হওয়ায় বাংলার সরকারি কর্মচারী মহলে ক্ষোভ বাড়তে চলেছে বলে মত পর্যবেক্ষক মহলের একাংশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =