DA মামলার শুনানিতে করোনা থাবা! ৫৬ দিন পর ফয়সালা

DA মামলার শুনানিতে করোনা থাবা! ৫৬ দিন পর ফয়সালা

কলকাতা: কিছুতেই কাটছে না রাজ্য সরকারি কর্মচারীদের বয়েকা মহার্ঘ ভাতার জট৷ মামলার গেরোয় থমকে মহার্ঘ মামলার ভবিষ্যৎ৷ এবার করোনার কোপে আরও খানিকটা পিটিয়ে গেল বকেয়া ডিএ মামলার শুনানি৷

বুধবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে মামলা মহার্ঘ ভাতা মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ কিন্তু, করোনা সংক্রমণের আশঙ্কায় স্যাট বয়েকা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটির শুনানি হয়নি৷ শুনানি না হলেও মামলার পিছিয়ে গিয়েছে ৫৬ দিন৷ আগামী ১৩ মে স্যাটে ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷

কেন্দ্রের হারে রাজ্যের কর্মচারীদের দিতে হবে মহার্ঘ ভাতা৷ বকেয়া ডিএ ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার আগে মেটাতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট৷ কিন্তু, গত পয়লা জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হলেও মেলেনি বয়েকা মহার্ঘ ভাতা৷ উল্টে বর্ধিত বেতন স্লিপ থেকে উধাও ‘ডিএ’ শব্দটিও৷ বর্ধিত বেতনের আগে বয়েকা মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে স্যাটের রায় কার্যকর না হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ৷ বুধবার ছিল ওই মামলার প্রথম শুনানি৷ কিন্তু, তা হয়নি৷ অন্যদিকে, স্যাটের রায় ফের বিবেচনা করার বিষয়ে রাজ্য সরকারের আর্জি সংক্রান্ত মামলার শুনানিপর্ব শেষ হয়েছে৷ সেই রায় এখনও স্যাট জানায়নি৷

করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই জরুরি মামলা ছাড়া অন্য মামলার শুনানি বন্ধ রেখেছে হাইকোর্ট৷ জারি হয়েছে নির্দেশিকা৷ সেই নির্দেশবলে স্যাটে কোনও মামলার শুনানি হচ্ছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 8 =