da
কলকাতা: সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শুনিয়েছে রাজ্য সরকার৷ ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে৷ সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, ‘‘আমরা অলরেডি ১২৫ শতাংশ ডিএ অ্যানাউন্স করেছিলাম। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১ কোটি ৬৬ লক্ষ ৬৬৫ টাকা দেওয়া হয়েছে। ১২৫ শতাংশ যখন ছিল, তখন ১ কোটি ৬৬ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। চার বছরের মধ্যে আমরা নয়া বেতন কমিশন গঠন করেছি। নয়া পে স্কেলের আওতায় ২০১৯ সাল থেকে রাজ্য সরকার ৬ শতাংশ ডিএ দিয়েছে। সেজন্য চার বছরে রাজ্যের খরচ হয়েছে ৪১৪৪ কোটি টাকা।’
রবিবার ডিএ ইস্যুতে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের একহাত নেন মানস ভুঁইয়া। তিনি বলেন, ষষ্ঠ পে কমিশনের সূচনা পর্যন্ত বেসিক পে-র সঙ্গে ১২৫ শতাংশ যোগ করে দেওয়া হয়েছে। এবার আরও ১০ শতাংশ মিলে মোট ১৩৫ হল। এই আবহে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘উনি বা মমতা বন্দ্যোপাধ্যায় যা হিসেব দিচ্ছেন, তাতে তো বকেয়া ৮২ শতাংশ হয়ে যাচ্ছে। কিন্তু উনি বলছেন বিজেপি-সিপিএম মিশে যাচ্ছ৷ হ্যাঁ,উনি ঠিকই বলেছে সব রং মিশে গেলে সাদাই হয়।’