‘গুলাব’-এর বর্তমান অবস্থান কোথায়? বাংলার আকাশে কতটা দুর্যোগ ঘনাবে? জানুন Update

‘গুলাব’-এর বর্তমান অবস্থান কোথায়? বাংলার আকাশে কতটা দুর্যোগ ঘনাবে? জানুন Update

কলকাতা:  অন্ধ্রপ্রদেশের সান্থাগুড়ায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় গুলাব৷ তবে মৌসম ভবনের শেষ বুলেটিন অনুযায়ী আশঙ্কার মেঘ কিছুটা হলেও কমেছে৷ কারণ ভূ-ভাগে আছড়ে পড়ার পরেই শক্তি হারাতে শুরু করেছে ঘূর্ণিঝড় গুলাব৷ এখন সেটি পরিণত হয়েছে গভীর নিম্নচাপে৷ গত কয়েক ঘণ্টায় তা পশ্চিম দিকে সরে গিয়েছে৷ যার জেরে ঝড়-বৃষ্টি চলবে ওডিশা ও অন্ধ্রপ্রদেশে৷ প্রতি ঘণ্টা ১৪ কিলোমিটার গতিতে অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ৷ 

আরও পড়ুন- শেষ বেলায় ‘খেলা’ ঘোরাতে ভবানীপুরের কৌশলী চাল BJP-র

তবে গুলাব আছড়ে পড়ার সময় তা আঘাত হেনেছে৷ ঝড়ের দাপটে মৃত্যু হয়েছে একজনের৷  গুলাব আছড়ে পড়ার সময় কলিঙ্গপত্তনমে হাওয়ার গতিবেগ ছিল  ঘণ্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার। ওড়িশায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বাংলায় গুলাব আঘাত হানতে না পারলেও বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ ঘণীভূত হয়েছে। যা ক্রমেই অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবাংলার বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছে৷ আগামী ৪৮ ঘণ্টায় ফের বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর৷ কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷

আরও পড়ুন- প্রচণ্ড জেলাসি! আমাকে হিংসে করা বলেই রোমে যেতে দিল না, তোপ মমতার

এদিকে গুলাবের জেরে পর্যটক শূন্য দিঘা৷ ক্রমাগত চলছে মাইকিং৷ তাজপুর, শঙ্করপুর, মন্দারমন্দি, ফ্রেজারগঞ্জ, মৌসুনি দ্বীপ, নামখানা, সাগরে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে৷ এদি বুধবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ও পুরুলিয়া জেলার একাধিক এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ হাওয়া অফিস জানাচ্ছে, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার স্থলভূমিতে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় গুলাব৷ যার জেরে সোমবার সকাল থেকেই  দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে৷ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাতেও বহু জায়গায় সোমবার প্রবল বৃষ্টি হবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =