কোন পথে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়? গুজব নয়, সঠিক তথ্য জানুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকার নিম্নচাপ ক্রমে উত্তর পশ্চিমে সরে যাওয়ার কারণে আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া দফতর ইন্ডিয়া মেটেরলজিক্যাল ডিপার্টমেন্ট। ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অঞ্চলে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

নয়াদিল্লি: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকার নিম্নচাপ ক্রমে উত্তর পশ্চিমে সরে যাওয়ার কারণে আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া দফতর ইন্ডিয়া মেটেরলজিক্যাল ডিপার্টমেন্ট। ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অঞ্চলে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার বেগে শনিবার দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। পরদিন অর্থাৎ রবিবার তা আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। ঘন্টায় প্রায় ৯০ কিলোমিটার হতে পারে সেই গতিবেগ। সোমবার এঈ ঘূর্ণিঝড়ের গতিবেগ মধ্য বঙ্গোপসাগরে ৯০ কিলোমিটার হতে পারে। ওড়িশা উপকূলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের কাছাকাছি বইতে পারে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থানকালীন এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় আগামী মঙ্গলবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সেই পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেই অনুমান করা হচ্ছে। মঙ্গলবার বিকেলের দিকে এই রাজ্যে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটারের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ক্রমে সেই গতিবেগ আরও বাড়বে। বুধবার সকালে এই গতিবেগ ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু'দিনে ৪৫-৫০ কিলোমিটার থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে আন্দামানে।

শনিবার বিকেলে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর, আন্দামানে সমুদ্র উত্তাল থাকবে। সন্ধে নাগাদ দক্ষিণ পশ্চিমে এই আকার বাড়বে। রবিবার সকালে সেই পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে অনুমান আবহায়া দফতরের। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্ক করেছে আবহাওয়া দফতর। শনি ও রবিবার দক্ষিণ বঙ্গোপসাগর, রবি ও সোমবার মধ্য বঙ্গোপসাগর এবং মঙ্গল ও বুধবার উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

সঠিক খবরের জন্য নজর থাকুক, AajBikel.com-এর পাতায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + four =