cyclonic
কলকাতা: নিম্নচাপের মেঘ সরতেই রোদ ঝলমলে আকাশ৷ মঙ্গলবার ঝলক মিলেছে শরতের আকাশের৷ পেঁজা তুলোর মতো মেঘে ভাসতে দেখা গিয়েছিল কলকাতার আকাশে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে৷ বুধবার সকাল থেকেই ঝলমলে রোদ। আগামী ক’দিন তাপমাত্রা বাড়বে বলেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস৷ যদিও এমনটা টানা চলবে না৷ সপ্তাহশেষে ফের ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের মেঘ ঘনাচ্ছে৷ ২৯ তারিখ ঘূর্ণাবর্ত আরও ঘণীভূত হবে। এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার থেকে নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তা ছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে৷
বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। বৃহস্পতিবারেও মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি এলাকায় বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহশেষে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
অন্যদিকে বর্ষা বিদায় নেওয়ার পথে৷ আপাতত বিহার ও বাংলার উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ছত্তীসগড়ে। সেটি পশ্চিমের কোঙ্কন ও তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে। উত্তর-পশ্চিম ভারতে দেশে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ।