cyclone
কলকাতা: প্রবল শক্তি নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় মিগজাউম। আগামী তিন ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। অন্ধ্রপ্রদেশ উপকূলের বাপাতলার কাছে স্থলভাগে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়। মৌসম ভবন জানাচ্ছে, শেষ ছ’ঘণ্টায় সমুদ্রের উপর এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০ কিলোমিটার৷ তবে স্থলভাগে আছড়ে পড়ার সময় মিগজাউমের গতি ছিল ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলা সরাসরি না পড়লেও, এর জেরে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।
অন্ধ্রের স্থলভাগে আছড়ে পড়লেও মিগজাউমের প্রভাব তামিলনাড়ুতেও পড়েছে। ইতিমধ্যে চেন্নাইয়ে আট জনের মৃত্যুর খবর মিলেছে। জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা। এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় অন্ধ্রপ্রদেশে সরকার আট জেলায় সতর্কতা জারি করেছে। তিরুপতি, নেল্লোর, প্রকাশম, বাপাতলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কাকিনাড়া, কোনাসীমার প্রশাসনকে বারবার সতর্ক করা হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা বুঝে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। পুদুচেরির উপকূলবর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে এই ধারা জারি থাকবে৷