সাগরে গভীর নিম্নচাপ, রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে মিগজাউম, কোথায় আছড়ে পড়বে?

সাগরে গভীর নিম্নচাপ, রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে মিগজাউম, কোথায় আছড়ে পড়বে?

cyclone

কলকাতা: ফুসছে সাগর৷  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎপার্শ্ববর্তী আন্দামান সাগরের উপর অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ৷ এই নিম্নচাপটি ক্রমেই উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। তবে এটি এখন আর নিম্নচাপ নেই৷ বরং গত ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে নিয়েছে৷ 

মৌসম ভবনের আপডেট অনুযায়ী, গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এই সিস্টেমটি উত্তর-পশ্চিম ও পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করবে। আগামী রবিবার, অর্থাৎ ৩ ডিসেম্বর গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সোমবার, ৪ ডিসেম্বর সকালে মিগজাউম পৌঁছে যাবে উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি৷ তবে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে, তা এখনও নিশ্চিত ভাবে জানাতে পারেনি হাওয়া অফিস৷

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের জেরে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বাংলায় ধাক্কা খাবে শীত। নিম্নচাপ এবং আসন্ন ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আকাশে জলীয় বাষ্প ভরা মেঘের আগমন ঘটেছে৷  তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বাংলায় জাঁকিয়ে বসবে শীত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − seven =