মিগজাউমের দাপটে প্লাবিত চেন্নাই, তাণ্ডব চলবে অন্ধ্র উপকূলে! বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গেও

মিগজাউমের দাপটে প্লাবিত চেন্নাই, তাণ্ডব চলবে অন্ধ্র উপকূলে! বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গেও

চেন্নাই: এখনও ল্যান্ডফল হয়নি৷ কিন্তু, তার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে মিগজাউমের তাণ্ডব৷ বানভাসি চেন্নাই৷ নেমে এসেছে বিপর্যয়৷ তামিলনাড়ুর রাজধানী শহর প্লাবিত করে অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড়৷ মৌসম ভবন জানাচ্ছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়বে মিগজাউম। যার প্রভাবে এখন থেকেই অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মিগজাউম অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও তার খানিক প্রভাব পড়েছে বাংলাতেও।

দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, সাগরের উপরেই শক্তি বাড়িয়েছে মিগজাউম৷ ঘূর্ণিঝড় থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই সিস্টেম৷ তার প্রভাবেই দক্ষিণ ভারতের পূর্ব উপকূল জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে৷ চেন্নাই পুরোপুরি জলমগ্ন৷ একাধিক এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা৷ বিঘ্নিত ইন্টারনেট সংযোগ৷ যার জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষজনকে। এখনও পর্যন্ত চেন্নাইয়ে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে৷ পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ-প্রবণ এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ 

বহু যানবাহন জলের তোড়ে ভেসে গিয়েছে যানবাহন। সেই ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে৷ জায়গায় জায়গায় উপড়ে পড়েথে বড় বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি৷ ভেঙে পড়েছে দেওয়াল। হু হু করে বন্যার জল ঢুকতে থাকায় বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবাও সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে। জলমগ্ন মেট্রো স্টেশনগুলি। জল থৈ থৈ অবস্থা চেন্নাই বিমানবন্দরেও৷ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বাতিল চেন্নাইগামী ও চেন্নাই থেকে রওনা দেওয়া সব বিমান৷  তামিলনাড়ুর সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে সরকারের তরফে৷ 

অন্য দিকে, মিগজাউমের প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি  জেলাতেই। দক্ষিণবঙ্গের আকাশে জমেছে ঘন ধূসর মেঘ৷ টানা তিন দিন বৃষ্টি পরিস্থিতি থাকবে বলেও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়।

মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে এদিন সকালে কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে কলকাতাতেও৷ বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাগুলিতেও বৃষ্টি শুরু হয়ে যাবে৷ বুধ, বৃহস্পতি এবং শুক্রবার উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। শনিবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে৷ এই ক’দিন দক্ষিণবঙ্গ থেকে উধাও হবে শীতের আমেজ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *