কলকাতা: শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘জওয়াদ’৷ ওডিশা উপকূল ধরে ধীরে ধীরে এগোচ্ছে ‘জওয়াদ’৷ গোপালপুর থেকে ১৩০ কিলোমিটার, পুরী থেকে ১৮০ কিলোমিটার, পারাদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই নিম্নচাপ৷ আজ দুপুরেই পুরীর কাছে পৌঁছে যাবে ‘জওয়াদ’৷ আগামীকাল বাংলার উপকূলে পৌঁছনোর আগে আরও দুর্বল হয়ে যাবে এই ঘূর্ণিঝড়৷
আরও পড়ুন- মেঘলা আকাশ পরিষ্কার হলেই ঢুকবে উত্তুরে হাওয়া, কবে আসছে শীত?
ঝড়ের আশঙ্কা কেটে গিয়েছে৷ কিন্তু এর প্রভাবে সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে৷ কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে৷ কোনও কোনও জায়াগায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে৷ সমুদ্র উপকূলে ঘণ্টায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সতর্কতা রয়েছে৷ আগামীকাল নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগণা, কলকাতা এবং হাওড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা৷ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ পর্যটকরাও যাতে সমুদ্রে না নামে তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে৷ ‘জওয়াদ’-শঙ্কায় জনশূন্য পুরীর সৈকত৷ ভিড় কম দিঘায়৷
আজ সকাল থেকেই দিঘার সমুদ্রে পর্যটকদের তেমন আনাগোনা দেখা যায়নি৷ অন্যান্য সপ্তাহান্তের সঙ্গে আজ কোনও মিল ছিল না৷ কারণ ‘জওয়াদ’-এর আতঙ্ক কাটলেও রয়েছে অমাবস্যার ভরা কটাল। রবিবার দুপুর দেড়টা নাগাদ কটালের জেরে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সেই সময় সমুদ্রতট বা গার্ডওয়ালের আশপাশে যাতে পর্যটকরা যেতে না পারে, সে দিকে নজর রাখছে দিঘা পুলিশ। কটালের জল ঝুকে প্লাবিত হতে পারে দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি-সহ পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলের নিচু এলাকাগুলি৷