বাংলায় মুখ্যমন্ত্রীর দাবিদার কে? সমীক্ষায় ‘দাদা’কে হারালেন ‘দিদি’!

বাংলায় মুখ্যমন্ত্রীর দাবিদার কে? সমীক্ষায় ‘দাদা’কে হারালেন ‘দিদি’!

কলকাতা: আবহাওয়া দফতরের খবর বলছে, ফেব্রুয়ারির মাঝামাঝিতেও কলকাতায় জমিয়ে ব্যাটিং করছে শীত। কিন্তু বাংলার রাজনীতির দিকে চোখ রাখলে তা বোঝার উপায় নেই। একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক বাদানুবাদে ততই উত্তাপ ছড়াচ্ছে বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তৃতীয় বারের জন্য ক্ষমতা ধরে রাখতে? নাকি গত লোকসভা নির্বাচনের ইঙ্গিত বাস্তবায়িত করে নীল বাড়ি দখল করবে গেরুয়া শিবির? যত দিন যাচ্ছে ততই তুঙ্গে উঠছে জল্পনা।

ভোটের আগে প্রকাশিত হচ্ছে একের পর এক প্রাক-নির্বাচনী সমীক্ষাও। সেই আবহে গতকালই সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও (times now) প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সি ভোটার সমীক্ষা। এই সমীক্ষায় যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তা বঙ্গ রাজনীতির উত্তেজনা আরো খানিক বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

আসন্ন নির্বাচনের পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর পদে বসার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই দেখা গেছে টাইমস নাওয়ের সি ভোটার সমীক্ষায়। সমীক্ষার ফলাফল অনুযায়ী আগামী দিনে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনা রয়েছে ৫৪.৩%। তিনি ছাড়াও আর যাঁদের নাম রয়েছে রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায়, তাঁরা হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (২২.৬%), মুকুল রায় (৭.৩%), শুভেন্দু অধিকারী (২.৪%), বাবুল সুপ্রিয় (১.৩%), সৌরভ গঙ্গোপাধ্যায় (৪.৫%), সুজন চক্রবর্তী (৪.১%), এবং অধীর চৌধুরী (১.৮%)। আট হাজারেরও বেশি মানুষ এই সমীক্ষায় অংশ নিয়েছেন।

সি ভোটার সমীক্ষা

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত দশ বছরের কাজে কতটা সন্তুষ্ট বাংলার মানুষ, এদিন সেই প্রশ্নের উত্তরেও মুখ্যমন্ত্রীকে পাশ করিয়ে দিয়েছেন সমীক্ষায় অংশগ্রহণকারী জনগণ। ফলাফল অনুযায়ী, ৪৯.৭% মানুষ মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ আশানুরূপ। ৩১% মনে করেছেন তিনি ভালো কাজ করেননি। আর মাঝামাঝি রায় দিয়েছেন ১৮.৫% মানুষ। অবশ্য সি ভোটার সমীক্ষায়, বাংলার নির্বাচনী দৌড়ে গেরুয়া রথকেই এগিয়ে থাকতে দেখা গেছে। এক্ষেত্রে তাঁদের পক্ষে রায় দিয়েছেন ৪১.৬% মানুষ। এছাড়া, তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩৬.৯%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *