নেটদুনিয়ায় ভাইরাল ‘হেরা ফেরি’র বাবুরাওয়ের বায়োডেটা, দেখলে অবাক হবেন আপনি

মুম্বই: ২০০০ সালে মুক্তি পেয়েছিল প্রিয়দর্শন পরিচালিত ছবি 'হেরা ফেরি'। মুক্তির পর দিন থেকেই পরেশ রাওয়ালের চরিত্র বাবুরাও গণপতরাও আপ্টে দর্শক মনে একটা আলাদা জায়গা করে নেয়। এরপর যখন ২০০৬ সালে 'ফির হেরা ফেরি' এল, তখনও হিট বাবুরাও। এবার সেই বাবুরাওয়ের একটি বায়োডেটা বা সিভি প্রকাশ করলেন তাঁরই এক ফ্যান। নেট দুনিয়ায় এখন রীতিমত ভাইরাল বাবুরাওয়ের সিভি।

 

মুম্বই: ২০০০ সালে মুক্তি পেয়েছিল প্রিয়দর্শন পরিচালিত ছবি 'হেরা ফেরি'। মুক্তির পর দিন থেকেই পরেশ রাওয়ালের চরিত্র বাবুরাও গণপতরাও আপ্টে দর্শক মনে একটা আলাদা জায়গা করে নেয়। এরপর যখন ২০০৬ সালে 'ফির হেরা ফেরি' এল, তখনও হিট বাবুরাও। এবার সেই বাবুরাওয়ের একটি সিভি প্রকাশ করলেন তাঁরই এক ফ্যান। নেট দুনিয়ায় এখন রীতিমত ভাইরাল বাবুরাওয়ের সিভি।

বাবুরাও গণপতরাও আপ্টে। এই নামটাই যথেষ্ট। এর জন্য আলাদা করে কোন পরিচিতি দেওয়ার প্রয়োজন হয় না। 'হেরা ফেরি' সিরিজের দুটো ছবি, 'হেরা ফেরি' এবং 'ফির হেরা ফেরি' একাই মাতিয়ে রেখেছিলেন বাবুরাও। পরেশ রাওয়ালের অভিনয় এখনও ভুলতে পারেনি মানুষ। তাঁর অভিনয় পাশে নিতান্তই ফিকে হয়ে গিয়েছিল অক্ষয় কুমার, সুনীল শেট্টি, টাবুর অভিনয়। দ্বিতীয় পর্বেও বিপাশা বসু বা রিমি সেনও নজর কাড়তে পারেননি। যেন দুটি ছবিতেই একভাবে রাজত্ব করে গিয়েছেন পরেশ রাওয়াল। তাঁর যে সিভিটি নেটদুনিয়া ঘুরে বেড়াচ্ছে সেখানে বাবুরাওয়ের পড়াশোনা থেকে অভিজ্ঞতা সবই শামিল। আর তার প্রতিটি নেওয়া হয়েছে দুটি ছবি থেকে।

আরও পড়ুন: '৫০ দিন ধরে কী করেছে মুম্বই পুলিশ?' সুশান্ত মামলায় প্রশ্ন তুললেন বিহারের ডিজিপি

সিভি অনুযায়ী বাবুরাওয়ের ফোন নম্বর হল 8881212 । সিনেপ্রেমীদের মনে থাকবে এই ফোন নম্বরটি নিয়ে 'হেরা ফেরি' সিনেমা সূত্রপাত। স্টার গ্যারেজ আর স্টার ফিসারিজের মধ্যে ফোন নম্বর অদল বদল ঘটে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল 'হেরা ফেরি'। টিভিতে বাবুরাওয়ের পড়াশোনা দেখানো হয়েছে “দুপুর পর্যন্ত, মারাঠি স্কুল”। অভিজ্ঞতা বলতে তিনি স্টার গ্যারেজের মালিক। আর আচিইভমেন্ট 'কোলাপুর মে জাগাহ', 'মাস্ত জোক' আর 'গোল্ডেন চশমা'।

বাবুরাওয়েরর জীবনে একটাই ফিলোজফি- 'উঠা লে রে দেবা, উঠা লে', আরেকটা 'এক কা ডাবল'। সিনে প্রেমীদের অবশ্যই মনে থাকবে এই দুটি 'হেরা ফেরি' সিনেমা এবং 'ফির হেরা ফেরি' সিনেমার অংশ। বাবুরাওয়ের সিভি বলছে তিনি নাকি আবার জীবনে দুটো পুরস্কারও পেয়েছেন। একটি হল 'খোপড়ি তোড় শালে কা' কম্পিটিশনে জিতেছেন তিনি। আর অন্যটি 'কিলা মারকে ছিলকে পে ফিসলনা'।

আরও পড়ুন: নিউমোনিয়া-অ্যালার্জির ওষুধেই সারবে করোনা! দিশা দেখাচ্ছেন বাঙালি কন্যা