মুখ্যমন্ত্রীকে বিজয়ায় মিষ্টি পাঠালেন রাজ্যপাল বোস, শুভেচ্ছা মন্ত্রিসভার সদস্য- নগরপালকেও

মুখ্যমন্ত্রীকে বিজয়ায় মিষ্টি পাঠালেন রাজ্যপাল বোস, শুভেচ্ছা মন্ত্রিসভার সদস্য- নগরপালকেও

Governor Bose 

কলকাতা: বাঙালির সনাতন রীতি মেনে বিসর্জন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ার মিষ্টি পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।মুখ‌্যমন্ত্রীর পাশাপাশি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ব্রাত‌্য বসু, শোভনদেব চট্টোপাধ‌্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ডাঃ শশী পাঁজা-সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস‌্যকেও বিজয়ার মিষ্টি পাঠিয়েছেন রাজ‌্যপাল বোস। রাজভবন থেকে মিষ্টি গিয়েছে কলকাতার নগরপাল বিনীত গোয়েল-সহ বেশ কয়েকজন পদস্থ পুলিশকর্তা এবং সচিবদের কাছেও। (Governor Bose )

অন‌্যদিকে মুখ‌্যমন্ত্রী দলের সাংসদ, বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের বিজয়ার শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। বিশিষ্ট ব‌্যক্তিত্বদেরও বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মমতা৷ বুধবার বিকেলেই মুখ‌্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে দলের মন্ত্রী, সাংসদ ও বিধায়করা বিজয়া সেরেছেন৷ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব‌্যক্তিত্বরাও৷ মুখ‌্যমন্ত্রী পুজোর সময় বাড়িতেই ছিলেন৷ তবে তিনি সারাক্ষণই কলকাতার পাশাপাশি জেলাগুলির দিকেও নজর রেখেছিলেন। মুখ‌্যসচিব তো বটেই সমস্ত জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গেও অনবরত যোগাযোগ রেখে চলছেন। বঙ্গজুড়ে সুষ্ঠ ভাবে যাতে উৎসব পালিত হয় তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি মুখ‌্যমন্ত্রী নিজেও ছিলেন সতর্ক। মুখ‌্যমন্ত্রীর নির্দেশেই আজ, বৃহস্পতিবার জেলায় জেলায় পুজোর কার্নিভাল হচ্ছে।

আসন্ন কালীপুজো ও দীপাবলি নিয়েও পুলিশ এবং প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বার্তা দিয়েছেন বিধায়কদেরও৷ বিজয়ার শুভেচ্ছা বার্তাতে মুখ‌্যমন্ত্রী লিখেছেন, ‘‘আলোর উৎসব দীপাবলি ও শ‌্যামাপুজা আসছে। আপনাদের সবার জন‌্য রইল দীপাবলির আগাম শুভেচ্ছা ও শুভকামনা। সকলের স্বতস্ফূর্ত সহযোগিতায় এবং শান্তিপূর্ণ অংশগ্রহণে আগামী উৎসবের দিনগুলিতেও হয়ে উঠবে আনন্দমুখর ও স্মরণীয়, এই আশা রাখি।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =