দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ! ওমপ্রকাশে মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের, উত্তাল উত্তর

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ! ওমপ্রকাশে মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের, উত্তাল উত্তর

30ca92d6f34fa793a66e17b2c7adb9d4

জলপাইগুড়ি: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর ওমপ্রকাশ মিশ্রকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করেছিলেন তৎকালীন রাজ্যপাল। যদিও পরে আর উপাচার্য পদে তাঁর মেয়াদ বাড়ানো হয়নি৷ এবার সেই ওমপ্রকাশের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস!

সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর রাজ্যের সুপারিশের ভিত্তিতে তিন মাসের জন্য ওমপ্রকাশ মিশ্রকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করে রাজভবন। পরবর্তীতে তাঁর মেয়াদ আর বৃদ্ধি আর করেননি রাজ্যের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে? প্রাক্তন উপাচার্য তথা তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে৷ 

রাজ্য- রাজ্যপাল সংঘাত, বাংলার রাজনীতিতে নতুন নয়৷ সম্প্রতি রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে মুখ খোলেন ওমপ্রকাশ। তার ঠিক পরেই ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন রাজ্যপাল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি বৈঠকে যোগ দিয়েছিলেন বোস। সেই বৈঠকেই উঠে আসে ওমপ্রকাশের প্রসঙ্গ। তিনি  উপাচার্য থাকাকালীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি বিবাদে নাম জড়িয়েছিল ওমপ্রকাশের। বিশ্ববিদ্যালয় চত্বরে হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় মাস খানেক আগে। বিশ্ববিদ্যালয়ের ওই জমিতে বেসরকারি প্রতিষ্ঠান বানানোর পক্ষে মত দিয়েছিলেন তৎকালীন উপাচার্য। এই ঘটনায় ওমপ্রকাশের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ ওঠে। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ তদন্তের ব্যাপারেই ওমপ্রকাশের বিরুদ্ধে বর্তমান উপাচার্যকে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *