‘উত্তপ্ত’ ভাঙড়, পরিস্থিতি খতিয়ে দেখতে আজই সেখানে যেতে পারেন রাজ্যপাল

‘উত্তপ্ত’ ভাঙড়, পরিস্থিতি খতিয়ে দেখতে আজই সেখানে যেতে পারেন রাজ্যপাল

কলকাতা: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। দফায় দফায় আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে ঝরেছে রক্ত৷ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন৷ এদিনও চলেছে গুলি৷ মৃত্যু হয়েছে এর আইএসএফ কর্মীর। এমন হিংসার আবহে ভাঙড়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সব ঠিক থাকলে পরিস্থিতি খতিয়ে আজই সেখানে যেতে পারেন রাজ্যপাল৷ 

বৃহস্পতিবার কলকাতায় ফেরেন রাজ্যপাল৷ বিমানবন্দরে নামার পরই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি সাফ বলেন, ‘এবার আর কথা নয়, অ্যাকশন হবে।’

এর কিছুক্ষণ পরেই বৃহস্পতিবার রাতে রাজভবনের তরফে বিবৃতি জারি করে ভোটকে কেন্দ্র করে রাজ্যে সন্ত্রাসের ঘটনার তীব্র সমালোচনা করা হয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘পঞ্চায়েতে জয় ভোট দিয়ে হোক, লাশের সংখ্যা দিয়ে নয়।’ সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ‘পঞ্চায়েতে ভোট গ্রহণের আগেই যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তা ভয়াবহ। গুণ্ডা, সমাজবিরোধী, লম্পট, বাহুবলী, অন্ধকার জগতের শয়তান, বদমায়েশদের এই দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না।’ 

এর আগে রামনবনীকে কেন্দ্র করে রিষড়ায় অশান্তির আগুন ছড়ানোর পরই সেখানে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল। উত্তরবঙ্গ থেকেই ফিরেই সোজা গাড়ি নিয়ে পৌঁছে গিয়েছিলেন রিষড়ায়৷  নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখেন। এবার উত্তপ্ত ভাঙড়ে যাচ্ছেন রাজ্যপাল৷