federal bank fd
কলকাতা: টানা সাতবার রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ রেপো রেটের হার গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে বজায় রাখা হয়েছে৷ সেই সুযোগেই বিভিন্ন ব্যাঙ্ক এফডি-র উপর মোটা টাকার সুদ অফার করছে। সেই তালিকায় ঢুকে পড়েছে ফেডারেল ব্যাঙ্কের নামও। সম্প্রতি এই ব্যাঙ্ক তাদের সুদের হার সংশোধন করে দেশের নাগরিক ও প্রবাসী উভয়ের জন্যই দারুণ অফার নিয়ে এসেছে। ফেডারেল ব্যাঙ্কটি ৭ থেকে ১০ বছরের সময়কালের জন্য এফডি অফার করে। এই সময়কালের মধ্যে বর্তমানে গ্রাহকদের ৩ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।
তবে ৪০০ দিনের এফডিতে প্রবীণ নাগরিকদের ৭.৯০ শতাংশ হারে সুদ অফার করছে ফেডারেল ব্যাঙ্ক। পাশাপাশি সাধারণ গ্রাহকদের জন্য এই সুদের হার করা হয়েছে ৭.৪০ শতাংশ। উল্লেখ্য, ব্যাঙ্কের তরফে সমস্ত এফডি-র উপরেই প্রবীণ নাগরিকেরা ০.৫০ শতাংশের অতিরিক্ত সুদ পেয়ে থাকেন৷