মাওবাদী নির্মূলের লক্ষ্যে ফের ডেডলাইন দিলেন শাহ! তবে কি আগের ডেডলাইন ফেল?

Current Status of Maoist Activities in India নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালের অক্টোবর মাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছিলেন দুই বছরের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল হয়ে…

Maoist Elimination Deadline 2026

Current Status of Maoist Activities in India

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালের অক্টোবর মাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছিলেন দুই বছরের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল হয়ে যাবে। আরও দাবি করেছিলেন নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশে নকশালদের তৎপরতা অনেকটাই কমে গিয়েছে। সেই কথা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে দেশ থেকে মাওবাদীদের পুরোপুরি নির্মূল হয়ে যাওয়ার কথা। কিন্তু শুক্রবার এই বিষয়টি নিয়ে নতুন করে ডেডলাইন দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানালেন ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নির্মূল হয়ে যাবে মাওবাদীরা। অর্থাৎ আরও এক বছর অতিরিক্ত সময় নিলেন তিনি। এই সময়সীমা কী বজায় থাকবে? নাকি আগামী দিনে নতুন করে বাড়বে সেই সময়সীমা? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। (Current Status of Maoist Activities in India)

0

মাওবাদীদের হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর Current Status of Maoist Activities in India

মাওবাদীদের হুঁশিয়ারি দিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা গেল,”যত তাড়াতাড়ি সম্ভব আত্মসমর্পণ করুন। চিন্তার কিছু নেই, এরপর আপনাদের চাকরির পাশাপাশি স্বাস্থ্য-সহ যাবতীয় দায়িত্ব নেবে রাষ্ট্র।” সেই সঙ্গে বলেন,”একটা কথা শুনে রাখুন, আত্মসমর্পণ না করলে বিপদ বাড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ থেকে মাওবাদী সন্ত্রাসের পাশাপাশি মাও ভাবধারাও নির্মূল করার জন্য বদ্ধপরিকর। ২০২৬ সালের ৩১ মার্চ দেশে মাওবাদীদের অন্তিম দিন হতে চলেছে। তার আগেই দেশ থেকে মাওবাদীরা নির্মূল হয়ে যাবে। এ পথে অনেকটাই এগিয়েছে কেন্দ্র। বর্তমানে ছত্তিশগড়ের মাত্র চারটি জেলায় মাওবাদীদের অস্তিত্ব রয়েছে। অতীতে মাওবাদীরা একবার নেপালের পশুপতিনাথ থেকে অন্ধপ্রদেশের তিরুপতি পর্যন্ত করিডর তৈরির পরিকল্পনা করেছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। তাই অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ না করলে আপনাদের বিরুদ্ধে অলআউট অভিযান শুরু করবে সেনা।”

maoist

এখনও পর্যন্ত ১৬৪ জন মাওবাদী নিকেশ

তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন তা বাস্তবায়িত হলে নিঃসন্দেহে স্বস্তি পাবে আমজনতা। মাওবাদী নিঃসন্দেহে বড় সমস্যা রাষ্ট্রের কাছে। কিন্তু বহু চেষ্টা করেও তা পুরোপুরি নির্মূল করা যায়নি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে ফের একবার ডেড লাইন বেঁধে দিলেন তাতে আশা রাখা যেতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। উল্লেখ্য বিগত এক দশকে সাধারণ মানুষ ও নিরাপত্তা কর্মী মিলিয়ে বিভিন্ন রাজ্যে ৬০০০ এর বেশি প্রাণ হারিয়েছেন মাওবাদী হামলায়। চলতি বছরে এখনও পর্যন্ত ১৬৪ জন মাওবাদীকে নিকেশ করা গিয়েছে। এই ধারা অব্যাহত থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের আগেই মাওবাদী পুরোপুরি নির্মূল করা সম্ভব বলে অনেকেই মনে করছেন।

আরও পড়ুন-

সাবধান হয়ে যান বিকৃত মনস্করা! 

ফের বিতর্কে তিরুপতির লাড্ডু! 

পুজোয় আসবে পদ্মার ইলিশ!

 National: The central home minister has set a new deadline for Maoist elimination in India by March 31, 2026. With ongoing security measures and calls for surrender, what does this mean for the future of Maoism in the country? Explore the implications and challenges.