প্রথম দিনেই ধুন্ধুমার ম্যাচ! দেখে নিন আইপিএলের চূড়ান্ত সময়সূচি

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এবার রেকর্ড সংখ্যক মানুষ টিভিতে আইপিএল দেখার জোর সম্ভাবনা। কারণ মাঠে বসে খেলা দেখা জনতাও চোখ রাখবে বোকা বাক্সে। 

999afc4f9de1ea5775e053ab80aedc5b

আরব আমিরশাহি: একটা সময় মনে হচ্ছিল এ বছর হয়তো আদৌ আয়োজিত হবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে বিসিসিআই আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট। রবিবার (৬ সেপ্টেম্বর) সবক’টি লিগ ম্যাচের সূচি ঘোষণা করে দেওয়া হল সরকারি ভাবে। এবার ৫৩ দিন ধরে সাকুল্যে ৬০টি ম্যাচ খেলা চলবে। শুরুর দিনই হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের ধুন্ধুমার ম্যাচ। রোহিত শর্মার মুখোমুখি সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি। কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল অভিযান শুরু করছে ২৩ তারিখ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।

d2a34a299f7f144cfa3f480920349aba

অন্যবারের মতো এ বছরের মতো এবারও শনিবার এবং রবিবার দুটো করে ম্যাচ আয়োজন করা হচ্ছে। প্রথম খেলা শুরু ভারতীয় সময় সাড়ে ৩টে এবং দ্বিতীয়টি সন্ধে ৭টায়। লিগ ম্যাচগুলি আবুধাবি, দুবাই এবং শারজার মাঠে ঘুরিয়ে ফিরিয়ে খেলা হবে। তবে ১০ নভেম্বরের ফাইনাল কোথায় হবে তা এখনও নির্ধারিত হয়নি। এবার মাঠে গিয়ে দেখার সুবিধা না পেলেও টেলিভিশনের পর্দায় আইপিএলের আনন্দ নিতে পারবে ভারতীয় দর্শককুল। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এবার রেকর্ড সংখ্যক মানুষ টিভিতে আইপিএল দেখার জোর সম্ভাবনা। কারণ মাঠে বসে খেলা দেখা জনতাও চোখ রাখবে বোকা বাক্সে। 

e7ca64a1b8dcce92bb00e400378829be

গত মরসুমের ব্যর্থতার পর এবার দীনেশ কার্তিকের অধিনায়কত্বে কেকেআর কতদূর যেতে পারে সেটাই দেখার। শেষ দু’-তিনটে মরসুমে ভাল পেস বোলারের অভাব ভুগিয়েছে দলকে। এবার তারকা অজি পেসার প্যাট কামিন্সকে প্রচুর টাকা খরচ করে দলে নেওয়া হয়েছে। তাঁর ওপর নজর থাকবে সবার। শুধু কামিন্স নয়, বেশ কিছু ভাল মানের বিদেশি দলে নিয়েছে কেকেআর। তার মধ্যে দারুণ ফর্মে আছেন ইংল্যান্ড অধিনায়ক এয়ন মর্গ্যান এবং তাঁরই স্বদেশি তরুণ প্রতিভা টম ব্যান্টন। নিউজিল্যান্ড থেকে চলে এসেছেন পেসার লকি ফার্গুসনও। এদিকে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল তো আছেনই। সবমিলিয়ে এবার রীতিমতো শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *