ভাঙড়: পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়া ইস্তক অশান্তির সূত্রপাত হয় দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে৷ এর পর মনোনয় পর্ব, ভোট গ্রহণ এমনকী ভোট গণনার দিনও রক্ত ঝরে সেখানে৷ সামনেই পঞ্চায়েতের বোর্ড গঠন৷ তখনও অশান্তি হতে পারে, সেই আশঙ্কায় আবারও ১৪৪ ধারা জারি করা হল ভাঙড়ের কাশীপুর থানা এলাকায়। বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার খবরটি নিশ্চিত করেছেন৷ ৮ অগাস্ট অর্থাৎ মঙ্গলবার থেকে ১৩ অগাস্ট রবিবার পর্যন্ত কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
প্রশাসন সূত্রে খবর, বুধবার থেকে ভাঙড়-২ ব্লকের সব পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামী ১২ অগাস্ট পঞ্চায়েত সমিতিরও বোর্ড গঠন হবে৷ বোর্ড গঠন নিয়ে যাতে কোনও অশান্তি না হয় সে জন্যেই এই ব্যবস্থা বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর সংঘর্ষে উত্তপ্ত হয়েছে ভাঙড়৷ দু’পক্ষের মোট ছয় জনের মৃত্যু হয়েছে। এমনকি গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ আধিকারিকও৷ সে কথা বিবেচনা করেই পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে এই পদক্ষেপ করা হল।
পঞ্চায়েতের ভোট পর্ব মিটতেই ভাঙড়ে ১৪৪ ধারা জারি করেছিল রাজ্য প্রশাসন। সম্প্রতি ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের কর্তারা ভাঙড়ের বিভিন্ন থানা এলাকা পরিদর্শনও করেন। এর পরেই গত ৩১ জুলাই হাই কোর্টে রাজ্য সরকার জানায়, ওই দিন ভাঙড় থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু, মঙ্গলবার আবার ১৪৪ ধারা জারির বিজ্ঞপ্তি দিল প্রশাসন। তবে তা শুধুমাত্রই কাশীপুর থানা এলাকার জন্যে।