crowds
কল্যাণী: কলকাতার পাশাপাশি এবার নজর কেড়েছে কল্যাণীর দুর্গা পুজো৷ ট্রেনে তিল ধারনের জায়গা নেই৷ সাধারণত ভোরের রানাঘাট লোকাল সবজিওয়ালা ও সাধারণ কিছু যাত্রী ছাড়া সেভাবে ভিড় থাকে না৷ কিন্তু পুজোয় সেই চেনা ছবি সম্পূর্ণ বদলে গিয়েছে৷ রাতভোর কলকাতার ঠাকুর দেখে ভোর বেলা মফঃস্বলে ফেরার ছবিটা সকলেরই চেনা। স্বাভাবিক ভাবেই তাই মনে করা হয়েছিল, ভোরের দিকে শিয়ালদা মেইন লাইনে ডাউনের ট্রেন ফাঁকা থাকবে। সেই সময় বরং কলকাতায় ঠাকুর দেখে আপ ট্রেন ধরে বাড়ি ফেরার তাড়া থাকবে৷ কিন্তু তেমনটা হল না৷ সেই প্রথা ভাঙল৷ এর নেপথ্যে কল্যাণী। লক্ষ লক্ষ মানুষ কলকাতা থেকে ট্রেনে চেপে কল্যাণীতে আসছেন ঠাকুর দেখতে! কলকাতার বড় বড় পুজোকেও দশ গোল দিচ্ছে কল্যাণীর পুজো। তাই তো ঠাকুর দেখতে জনজোয়ার কল্যাণীতে।
কল্যাণী A 9 স্কোয়ারে এবারের পুজোর থিম উত্তরাখণ্ডের চারধাম৷ কল্যাণী A 2 দুর্গাউৎসব কমিটির পুজোতেও মানুষের ঢল৷ ষষ্ঠীর সন্ধ্যায় প্রায় চার-পাঁচ কিলোমিটার লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখেছে মানুষ। কল্যাণীতে এতটাই ভিড় হচ্ছে, যে ঘোষপাড়া স্টেশনে ট্রেনই থামছে না। যার জেরে বাড়ছে আরও চাপ৷
ট্রেনে এখন আর লেডিস কামরা বলে কিছু নেই৷ প্রতিটি কামরাতেই এখন ঠাকুর দেখা ফেরা কিংবা ঠাকুর দেখতে যাওয়া দর্শনার্থীদের ভিড়। ভোরের ট্রেনেও বাঁদুরঝোলা ভিড়। ট্রেনের কামরায় ঠাসা ভিড়৷ গাদাগাদি অবস্থা৷ ভিড়ের ধাক্কায় অনেকে আবার চটি হারা৷