Ram Mandir
কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট৷ তার আগেই হিন্দু ভাবাবেগ উস্কে উন্মোচিত হবে রাম মন্দিরের দ্বার৷ দিনক্ষণ চূড়ান্ত৷ সবকিছু ঠিক থাকলে আগামী বছর ২২ জানুয়ারি রাম মন্দিরের দ্বারোদঘাটন করা হবে৷ জানা গিয়েছে, রামলালার মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের বেশ কিছু ক্রিকেটারকেও৷ অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় সরকারের তরফে মোট আট হাজার বিশেষ ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে রয়েছেন বিরাট কোহলি, ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা, কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকর। সূত্রের খবর, আমন্ত্রিতদের তালিকায় নাম রয়েছে বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায়েরও৷ যদিও সৌরভ নিজে এ বিষয়ে কিছু জানাননি। তিনি আপাতত বিষয়টি গোপনীয়ই রেখেছেন৷
বেশ জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়েই উদ্বোধন করা হবে রাম মন্দির৷ অনুষ্ঠানের সূচনা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও মঞ্চে উপস্থিত থাকবেন অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সৌরভকেও আমন্ত্রণ জানানো হলেও, তিনি যাবেন কিনা সেটা এখনও পরিষ্কার নয়। কারণ ইতিমধ্যেই তাঁকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে তৃণমূল সরকার৷ যদিও সৌরভ একবার বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে কোথায় যাবেন, কার সঙ্গে দেখা করবেন, সেটা তাঁর একান্তই ব্যক্তিগত বিষয়।