মাঝ মাঠে প্যান্টে হাত! অন্তর্বাস থেকে কী বার করে খেলেন রোনাল্ডো? ভাইরাল CR7-এর কীর্তি

মাঝ মাঠে প্যান্টে হাত! অন্তর্বাস থেকে কী বার করে খেলেন রোনাল্ডো? ভাইরাল CR7-এর কীর্তি

দোহা:  শুরু থেকেই চমকে ঠাসা কাতার বিশ্বকাপ৷ ঘটেছে একের পর এক অঘটন৷ চলছে কড়া টক্কর৷ এখনও পর্যন্ত যে কটি ম্যাচ হয়েছে তার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে পর্তুগাল এবং ঘানার মধ্যে। শেষ পর্যন্ত অবশ্য ৩-২ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে যায় পর্তুগাল। এই ম্যাচে অবশ্যই নজর ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে৷ দেশের হয়ে গোলও করেন তিনি৷ তবে গোল করে তিনি যত না নজর কাড়লেন, তার চেয়ে অনেক বেশি চর্চায় তাঁর এক কীর্তি৷ মাঠের মাঝে হাত ঢোকালেন সটান অন্তর্বাসে! তার পর? 

আরও পড়ুন- আশঙ্কাই সত্যি হল! গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার

মাঠে উপস্থিত দর্শকদের নজর তখন সিআর৭-এর হাতের দিকে৷ প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে কী করতে চাইছেন তিনি? দেখা গেল তিনি প্যান্টের ভিতর হাত ঢুকিয়ে কিছু একটি করতে চাইছেন৷ তার পর সেখান থেকে কিছু একটা বার করে এনে টুক করে ঢুকিয়ে দেন মুখে৷ যা নিয়ে কৌতূহলের অন্ত নেই ফুটবলপ্রেমীদের মধ্যে৷ সিআর৭-এর সেই কীর্তি ভাইরাল নেট পাড়ায়৷

ম্যাচের ৩৬ মিনিটের মাথায় দেখা যায়, নিজের প্যান্ট ফাঁক করে অন্তর্বাসের ভেতর হাত ঢুকিয়ে কিছু একটা বার করে আনেন পর্তুগালের অধিনায়ক। পর্তুগিজ গণমাধ্যমের খবর অনুযায়ী, মাঠের মাঝে অন্তর্বাস থেকে নাকি এনার্জি সাপ্লিমেন্ট বার করে খাচ্ছিলেন রোনাল্ডো। তবে এই নিয়ে একাধিক মিম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রোনাল্ডোর কাণ্ড ঘিরে যতই বিতর্ক, মিমের বন্যা হোক, ঘানা ম্যাচে রেকর্ড গড়েছেন ফুটবলের মহারাজ। প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করার নজির ঝুলিতে পুড়েছেন সিআর৭। 

ম্যাচের ৬৫তম মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জিতে অঘটন আটকায় পর্তুগিজরা। ২০২২-এর আগে ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ সালের বিশ্বকাপেও গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এতদিন চারটি বিশ্বকাপে গোল করার নজির ছিল পেলে, উয়ে সিলার এবং মিরোস্লাভ ক্লোজের হাতে। তবে কাতার বিশ্বকাপে গোল করে তাঁদের রেকর্ড ছাপিয়ে গেলেন পর্তুগিজ অধিনায়ক। সদ্যই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তাঁর৷ এ নিয়ে যতই বিতর্ক হোক, রোনাল্ডো চাইবেন নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে ছাপ ফেলে যেতে।