cpm
কলকাতা: পাঁচ বছর পর আগামী ১০ মার্চ ব্রিগেড ময়দানে সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ওই দিনেই সন্দেশখালিতে সভা করার কথা জানিয়েছে সিপিএম। রাজ্যের শাসকদলের ব্রিগেড অধিবেশনের দিন সন্দেশখালিতে সভা করতে মরিয়া সিপিএম। এ বিষয়ে আলিমুদ্দিন অনড়। যদিও পুলিশ তাদের সভা করার অনুমতি দেয়নি৷
সিপিএম সূত্রে খবর, উত্তর ২৪ পরগণার সন্দেশখালি দ্বীপে আগামী ১০ মার্চ সভা করবে তারা। সেই অনুযায়ী অনুমতি চেয়ে চিঠিও পাঠিয়েছে আলিমুদ্দিন। রবিবার বিকেলের পর পুলিশের কাছে সেই চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে মৌখিক ভাবে পুলিশের বক্তব্য, আগে সবকিছু স্বাভাবিক হোক, তার পর এ বিষয়টি বিবেচনা করে দেখা হবে৷ শুধু ১০ মার্চের সভাই নয়, সোমবার থেকেই সন্দেশখালিতে নানা কর্মসূচি রয়েছে সিপিএম-সহ বাম শরিক দলগুলি। আগামী কয়েক দিন তা চলবে৷ সোমবার সন্দেশখালিতে রা রাখবে বাম শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠনের প্রতিনিধি দল৷