কলকাতা: একদিন আগেই সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সিপিএমের তরফে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী উপস্থিত ছিলেন। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছিলেন। একদিন পর মঙ্গলবার যেন সেই প্রতিশ্রুতি রক্ষার প্রস্তাবই দিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে জানালেন, বামপন্থী বিধায়করা করোনা সংক্রমণের এই জটিল পরিস্থিতিতে তাঁদের উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে দেবেন।
ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণে আনতে গোটা দেশ জুড়ে জারি হয়েছে লক ডাউন। করোনা সংক্রমণ রুখতে দলমত নির্বিশেষে লড়াইয়ের প্রস্তাব দিয়েছিলেন। এরই মধ্যে সুজন চক্রবর্তী মঙ্গলবার রাতে টুইট করে জানান, বাম বিধায়কদের সক্রিয়তার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি লেখেন, 'আমরা রাজ্যের বামপন্থী বিধায়কগণ, স্থির করেছি যে আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে জেলার সংশ্লিষ্ট হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণ কেন্দ্রিক চিকিৎসা পরিকাঠামো ও উপকরণের জন্য ন্যূনতম ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে। সংশ্লিষ্ট জেলাশাসকদের বিধায়কগণ যত দ্রুত সম্ভব এই বরাদ্দ জানিয়ে দেবেন। কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের এটি একটি ক্ষুদ্র প্রয়াস। আপনার জ্ঞাতার্থে জানালাম। এই বিষয়ে কোনও পরামর্শ থাকলে নিশ্চয়ই জানাবেন।'
The #Left MLAs from #WB are sanctioning minimum 10 lacs each from MLALad for health equipment & infrastructure to fight #COVID19. pic.twitter.com/aDVVdU9Ktj
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) March 24, 2020