কলকাতা: প্রয়াত বাম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি জানান তাঁর মেয়ে হিয়া মুখোপাধ্যায়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন মানব৷ মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। আজ সকালে সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ সিপিএম সূত্রে খবর, বিকেলে প্রাক্তন মন্ত্রীর মরদেহ নিয়ে আসা হবে আলিমুদ্দিনের দলীয় কার্যালয়ে৷ সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন বাম নেতা, কর্মীরা। মানব মুখোপাধ্যায়ের দেহ এবং চোখ দান করা আছে। আগামিকাল অর্থাৎ বুধবার কলকাতা মেডিকেল কলেজে তাঁর দেহ দান করা হবে৷
আরও পড়ুন- কী যায় আসে! পঞ্চায়েত নিয়ে পার্থর মন্তব্যকে পাত্তা দিচ্ছেন না কুণাল
প্রাক্তন মন্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল দু’বার। প্রথম বার লড়াই করে সুস্থ হয়েছিলেন৷ বাড়িও ফিরে গিয়েছিলেন। তবে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। সম্প্রতি ফের মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়৷ তড়িঘড়ি ভর্তি করানো হয় হাসপাতালে। তবে শেষ রক্ষা হল না৷
দলে সুবক্তা হিসাবে পরিচিত ছিলেন মানব মুখোপাধ্যায়। ১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ ভোটে জিতে বিধায়কও হন। ২০১১ সাল পর্যন্ত বেলেঘাটা কেন্দ্রেরই বিধায়ক ছিলেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় দু’বারের মন্ত্রী ছিলেন মানব৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>