কলকাতা: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজ্যে শুরু অশান্তি৷ মনোনয়ন পর্ব থেকেই উত্তপ্ত রাজনীতির হাওয়া৷ এরই মধ্যে কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের মামলা করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করা হয়। আইএসএফ-এর অভিযোগ, পঞ্চায়েত ভোটের মনোনয়নে পেশের সময় তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার অভিঘাতে আহত হয়েছেন অনেকে৷ মনোনয়নে ক্রমাগত বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ শোনার পর মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা।
একই অভিযোগ নিয়ে হাই কোর্টে গিয়েছে সিপিএম। তাদের অভিযোগ, মিনাখাঁয় মনোনয়ন পেশ করতে গেলে দলীয় কর্মীদের বাধা দেওয়া হয়। ঝামেলার জেরে তিন জন মনোনয়ন জমা দিতেই পারেননি। তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ। এ ক্ষেত্রেও মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে৷ দ্রুত শুনানির আর্জিও মঞ্জুর করেছে আদালত। আজ দুপুর ২টো নাগাদ দু’টি মামলারই শুনানি হওয়ার কথা।
আইএসএফ প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া নিয়ে মঙ্গলবার তুলকালামকাণ্ড বাধে ভাঙড়ে। ১৪৪ ধারা উপেক্ষা করে ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে মেলার মাঠে হাতাহাতিতে জড়ায় আইএসএফ এবং তৃণমূল৷ মুড়িমুড়কির মতো বোমা পড়ে৷ চলে গুলি৷ সংঘর্ষের তীব্রতায় প্রাথমিকভাবে পুলিশও কোনঠাসা হয়ে পড়ে৷ পুলিশকে লক্ষ্য করেও ইটবৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে। কয়েক জন পুলিশকর্মী আহত হন। পরে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানো গ্যাস৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় একে অপরকে দায়ী করেছে দু’পক্ষ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>