বাংলায় তৃণমূলের সঙ্গে এক টেবিলে নয়, বঙ্গ সিপিএমকে সাফ জানাল কেন্দ্রীয় কমিটি

বাংলায় তৃণমূলের সঙ্গে এক টেবিলে নয়, বঙ্গ সিপিএমকে সাফ জানাল কেন্দ্রীয় কমিটি

কলকাতা: সর্বভারতীয় স্তরে তাঁদের লক্ষ্য এখন মিশন-’২৪৷ বিজেপি হঠাতে জাতীয় স্তরে ‘দোস্তি’ করেছে বাম-তৃণমূল৷ সর্বভারতীয় স্তরে মিত্রতা হলেও, আঞ্চলিক স্তরে শত্রুতার সম্পর্ক অব্যাহত। জাতীয় স্বার্থে তারা এক হলেও আঞ্চলিক স্তরে তৃণমূলের বিরুদ্ধে যে প্রতিবাদ–আন্দোলন একই ভাবে চলবে, তা স্পষ্ট জানিয়েছে সিপিএম। কেন্দ্রীয় কমিটির বৈঠকে জাতীয় স্বার্থে তৃণমূলের পাশে থাকা নিয়ে সরব হয়েছিল বেঙ্গল সিপিএম৷ কিন্তু, বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনার টেবিলে বসা সম্ভব নয় বলেই সিদ্ধান্ত নিল ইয়েচুরি শিবির। সে কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে বেঙ্গল লাইনের নেতাদের।

এদিকে নয়াদিল্লিতে হরকিষেণ সিং সুরজিৎ ভবনে সিপিএমের কেন্দ্রীয় কমিটির তিন দিনের বৈঠক শেষে রবিবার জবাবি ভাষণ দেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, দেশের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বিজেপি বিরোধী একাধিক দল একছাতার তলায় সামিল হয়েছে। দেশ থেকে বিজেপিকে বিদায় করাই এখন প্রধান লক্ষ্য৷ কিন্তু সর্বভারতীয় প্রেক্ষাপটের সঙ্গে বাংলা এবং কেরলের পরিস্থিতি মেলালে চলবে না। তাই আঞ্চলিক স্তরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএমের কোনও আলোচনা বা যৌথ কর্মসূচি নেওয়া হবে না। সাধারণ ও খেটে খাওয়া মানুষের সমস্যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কিছু কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির বৈঠকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =