১২০০ টাকা লিটার দরে বাংলায় গোমূত্র বিক্রি, চাহিদা গোবরেও

১২০০ টাকা লিটার দরে বাংলায় গোমূত্র বিক্রি, চাহিদা গোবরেও

চুঁচুড়া: করোনা কোপে এবার কুসংস্কার৷ আক্রান্ত বাংলা! বিশ্ব হিন্দু পরিষদের গোমূত্র পার্টির পর এবার খাস বাংলায় গোমূত্র বিক্রির অভিযোগ৷ ১২০০ টাকা লিটার কিছু বিক্রি হচ্ছে গোমূত্র৷ পসরা সাজিয়ে হুগলিতে চলছে গোবর ও গোমূত্র বিক্রির কাজ৷

করোনা রুখতে এবার কুসংস্কারের ছাঁয়া দেখা গেল হুগলি ডানকুনিতে৷ দিল্লি রোডের ওপর দোকান পাঠিয়ে গোমূত্র ও গোবর বিক্রি ব্যবসায়ীরা৷ সম্প্রতি দিল্লিতে গোমূত্র পার্টির আয়োজন করেছিল বিশ্বহিন্দু পরিষদ৷ সেই পার্টি দেখে উদ্বুদ্ধ হয়ে গোবর বিক্রির ব্যবস্থা করলেন ওই ব্যবসায়ী৷

দিল্লি রোডের ওপর রীতিমতো দোকান সাজিয়ে গোমূত্র ও গোবর বিক্রি শুরু করেছেন মাঝবয়সী ওই ব্যবসায়ী৷ কৌটো মধ্যে মধ্যে গোবর, গোমূত্র রেখে বিক্রি হয়েছে৷ কৌটো গায়ে লেখা মূল্য তালিকা৷ জার্সি গোরুর গোবর বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি প্রতি৷ জার্সি গোরুর মূত্র বিক্রি হচ্ছে ৩০০ টাকা প্রতি লিটার দরে৷ গাই গোরুর মূত্র দাম বেশ চড়া৷ ১২০০ টাকা লিটার পিছু বিক্রি হচ্ছে৷ বকনা গোরুর গোমূত্র বিক্রি হচ্ছে ৬০০ টাকা লিটার৷ ১২০০ টাকা লিটার দরে গোমূত্র কিনতে ভিড় জমিয়েছেন উৎসাহী জনতা৷ পরে গোটা বিষয়টি জানাজানি হতে প্রশাসনের তরফে ওই দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + five =