করোনা রুখতে বাজার কাঁপাচ্ছে গো-মূত্রের হ্যান্ড স্যানেটাইজার, পথ দেখাচ্ছে অ্যামাজন!

করোনা রুখতে বাজার কাঁপাচ্ছে গো-মূত্রের হ্যান্ড স্যানেটাইজার, পথ দেখাচ্ছে অ্যামাজন!

4f6b9d10c333169d687a927976d2bbf6

নয়াদিল্লি: গোমূত্রে হাত না ভিজলে পিছু ছাড়বে না করোনা আতঙ্ক! আর সেই করোনা আতঙ্কের সঙ্গে যুজতে বাজারে হাজির পরিশোধিত গোমূত্র দিয়ে তৈরি হ্যান্ডস্যানেটাইজার ‘কাউপ্যাথি’৷

করোনা-আতঙ্কে ভুগছে গোটা দেশ৷ নোভেল করোনা সংক্রমণ ঠেকাতে বারবার হাত সাবান বা হ্যান্ড স্যানেটাইজার দিয়ে পরিষ্কার করার জন্য বলা হচ্ছে৷ আতঙ্ক যত ছড়াচ্ছে ততোই দেশে বাড়ছে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা৷ খোলা বাজারের পাশাপাশি হ্যান্ড স্যানেটাইজার কেনার ভিড় লেগেছে অনলাইনেও৷ সেখানেই খুঁজতে গিয়ে মিলল কাউপ্যাথির দেখা৷

অ্যামাজনে দেদার বিকোচ্ছে এই স্যানিটাইজার৷ দেশী গরুর মূত্র পরিশোধন করে তৈরি হয়েছে এটি৷ গোমূত্রেরর পাশাপাশি এই স্যানেটাইজারে রয়েছে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গাজল মিশিয়ে৷ ফলে গন্ধও দারুণ৷ এটি অ্যালকোহল মুক্তও বটে৷ ৫০ মিলিলিটারের ২টি হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে মাত্র ১০০ টাকায়। অন্যদিকে, অনলাইনে ২১০ টাকায় পাওয়া যাচ্ছে 'কাউপ্যাথি' সাবানের ৬ থেকে ৭টির প্যাক।

ede95c141260bcab537b66da68aaa67f

কিছুদিন আগে বিজেপি-র এক বিধায়ক সুমন হরিপ্রিয়া দাবি করেছিলেন, গোমূত্র ও গোবরেই সারতে পারে করোনাভাইরাসে সংক্রমণ! এবার সত্যি সত্যি অনলাইনে মিলল গোমূত্র দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার ৷ তবে করোনা ভাইরাস সংক্রমণ কি রুখতে পারবে এই হ্যান্ড স্যানিটাইজার? সে সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি সংস্থা৷  মঙ্গলবার নতুন করে ১০ জন করোনা আক্রান্তের খবর মিলেছে৷ এর মধ্যে ৬ জন কেরল ও ৪ জন কর্ণাটকের বাসিন্দা৷ দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা চলছে ৫৬ জনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *