নয়াদিল্লি: দেশের উপর আছড়ে পড়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ৷ পরিস্থিতি মোকাবিলায় ১ মে থেকে ১৮ ঊর্ধ্ব সকলকে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ আজ অর্থাৎ বুধবার বিকেল থেকে শুরু হচ্ছে নাম নথিভুক্তকরণের কাজ৷
আরও পড়ুন- যোগীর ‘ঘাটতি নেই’ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই অক্সিজেনের অভাবে মৃত ৮
এর আগে দুই দফা টিকাকরণ হয়েছে দেশে৷ ১ মে থেকে শুরু হবে টিকাকরণের তৃতীয় দফার টিকাকরণ৷ ‘উমাঙ্গ’ এবং ‘আরোগ্য সেতু’ অ্যাপের মাধ্যমে আজ বিকেল ৪টে থেকে ১৮ ঊর্ধ্ব সকলে টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন৷ এছাড়াও কোউইন অ্যাপের মাধ্যমেও নাম নথিভুক্ত করা যাবে বলে জানিয়েছেন ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এগ্জিকিউটিভ অফিসার আরএস শর্মা। এর জন্য বিকেল ৪টে থেকে cowin.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল নয়া নির্দেশিকা জারি করে ১৮ ঊর্ধ্ব সকলকে টিকা দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ এতদিন স্বাস্থ্যকর্মী, ফ্রন্ট লাইন ওয়ার্কারস এবং ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছিল৷ এখন দেখে নেওয়া যাক, কখন, কোথায় ও কী ভাবে রেজিস্ট্রেশন করতে হবে?
• ২৮ এপ্রিল বিকেল ৪টে থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া৷
• কোউইন পোর্টালের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন৷ এর জন্য https://www.CoWin.gov.in/home- এ ভিজিট করতে হবে৷
• সেখানে ‘রেজিস্টার নাও’ অপশনে গিয়ে আপনার ১০ সংখ্যার মোবাইল নম্বর দিতে হবে৷ সেই নম্বরে একটি ওটিপি আসবে৷ সেটি দেওয়ার পরেই প্রথম ধাপ সম্পন্ন হবে৷
• নাম রেজিস্টার করার সময় আপনাকে কিছু বেসিক তথ্য দিতে হবে৷ এর জন্য লাগবে ফটো আইডি প্রুফ৷
• একটি মোবাইল ফোন নম্বর থেকে ৪ জনের নাম নথিভুক্ত করা যাবে৷ তবে চারজনেরই ছবি লাগবে৷
• আধার কার্ড, প্যান কার্ডক বা ড্রাইভিং লাইসেন্সের যে কোনও একটি আইডেনটিফিকেশন ডকুমেন্ট হিসাবে দিতে হবে৷
• এর পর পিনকোড দিতে হবে৷ যাতে নিকটবর্তী ভ্যাকসিন সেন্টারগুলি দেখা যায়৷ সরকারি ও বেসরকারি উভয় সেন্টারের নামই দেখানো হবে৷
• এর পর পছন্দ মতো কেন্দ্রে টাইম স্লট বুক করে প্রসিড করতে হবে৷ এই সময় ও তারিখ বদল করা যেতে পারে৷
• অ্যাপয়েন্টমেন্টের দিন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এবং ফটো আইডি নিয়ে আসতে হবে৷