বড়দিনে কাঁটা করোনা! অ্যাকটিভ কেস ৪ হাজার পার, মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞদের

বড়দিনে কাঁটা করোনা! অ্যাকটিভ কেস ৪ হাজার পার, মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞদের

Christmas

কলকাতা:  বড়দিনে রাস্তায় ঢল নেমেছে মানুষের৷ এদিকে ক্রমাগত চোখ রাঙাচ্ছে করোনা৷ উদ্বেগের বাড়াচ্ছে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট জেএন.১৷ এ রাজ্যেও থাবা বসিয়েছে কোভিড-১৯৷ এখনও পর্যন্ত এ রাজ্যে ৯ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। অন্যদিকে, গত কয়েকদিনে বাণিজ্যনগরী মুম্বইয়ে ৫০ জন করোনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গিয়েছে, যাদের মধ্যে অন্তত ৯ জনের শরীরে মিলেছে করোনার নতুন উপপ্রজাতি জেএন.১ ভ্যারিয়ান্ট৷ 

সোমবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ হাজার পেরিয়ে গেল। বর্তমানে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৫৪। ২৪ ঘণ্টা আগেও আক্রান্তের সংখ্যা ছিল ৩,৭৪২।  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত আরও ৬ জন রোগী৷ 

ইন্ডিয়া-সার্স-সিওভি২ জিনোমিক্স কনসোর্টিয়ামের প্রধান ড. এন কে অরোরা জানিয়েছেন, জেএন.১-এর মোকাবিলা করতে পৃথক টিকার প্রয়োজন নেই৷ বরং তিনি জোর দিচ্ছেন সাবধানতা অবলম্বনে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =