দ্রুত গ্রুপ ডি দুর্নীতির তদন্ত শেষ করুন, সিবিআই-কে কড়া নির্দেশ আদালতের

দ্রুত গ্রুপ ডি দুর্নীতির তদন্ত শেষ করুন, সিবিআই-কে কড়া নির্দেশ আদালতের

কলকাতা: স্কুলে গ্রুপ ডি পদে নিয়োগ দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করতে হবে৷ বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রসন্ন রায় ও সুব্রত সামন্ত রায়ের আবেদবের শুনানির সময় এমনই নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷ 

এদিন প্রসন্ন রায়ের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা অবশ্য তাঁর মক্কেলের জন্য জামিনের আবেদন জানাননি৷ কিন্তু তিনি বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে অভিযোগ করেন, প্রসন্ন রায় গত ১৪৪ দিন ধরে জেলে বন্দি আছেন৷ অথচ এখনও তদন্ত শেষ করতে পারেনি সিবিআই৷ 

প্রসঙ্গত, এই প্রসন্নর নাম কিন্তু সিবিআই-এর প্রথম চার্জশিটে ছিল না৷ তাঁর নাম আসে সাপ্লিমেন্টারি চার্জশিটে৷ তাঁর আইনজীবী এদিন আদালতকে বলেন, তদন্তে অগ্রগতি না থাকলে তাঁর মক্কেল জামিন পাওয়ার অধিকারী৷ অন্যদিকে, সিবিআই কৌঁসুলির দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে অজস্র প্রমাণ মিলেছে৷ তাই তাঁদের জামিনে মুক্ত করা হলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে৷ দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন সিবিআই আদালতের বিচারক৷ তিনি বলেন, কত দিন ধরে তদন্ত চলবে, সেই প্রশ্ন আগেও তুলেছে আদালত৷ এবার দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হল৷ 

এদিকে সুব্রত রায়ের তরফে তাঁর আইনজীবী আদালতে আবেদন জানান, তিনি যেন রিনি সামন্ত রায়কে ৭৫ হাজার টাকার চেক ইস্যু করতে পারেন৷ এছাড়াও সাবসিসট্যান্স অ্যালাওয়েন্স পাওয়ার জন্যে রাজ্য আবাসন পর্ষদের একটি প্রোফর্মা পূরণেরও আর্জি জানানো হয়৷ এর জন্য প্রেসিডেন্সি জেল কর্তপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =