সারদার আরও একটি মামলায় ‘ক্লিনচিট’ পেলেন কুণাল, দোষ স্বীকার করে ‘মুক্ত’ সুদীপ্তও

সারদার আরও একটি মামলায় ‘ক্লিনচিট’ পেলেন কুণাল, দোষ স্বীকার করে ‘মুক্ত’ সুদীপ্তও

d2a51587374941e1dda2cbc9f2de2705

কলকাতা: সারদা কেলেঙ্কারি আরও একটি মামলায় তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে নির্দোষ বলল সাংসদ-বিধায়ক বিশেষ আদালত। ২০১৩ সালে পার্ক স্ট্রিট থানায় এই মামলাটি দায়ের করা হয়৷ বৃহস্পতিবার সেই মামলায় কুণালকে নির্দোষ বলে রায় দিলেন বিচারক জয়শঙ্কর রায়। কুণালের হয়ে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী। অন্যদিকে, দোষ স্বীকার করে নেওয়ায় সারদাকর্তা সুদীপ্ত সেনকেও ‘মুক্ত’ করেছে আদালত।

এর আগে সারদার আরও একটি মামলায় কুণালকে নির্দোষ বলে রায় দিয়েছিল কোর্ট। এখনও পর্যন্ত জেলের মধ্যে আত্মহত্যার চেষ্টার মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন তৃণমূল মুখপাত্র৷ তবে ওই মামলায় তাঁকে কোনও সাজা দেয়নি আদালত। এর কারণ হিসাবে বলা হয়, সেই সময় কুণাল ঘোষের মানসিক পরিস্থিতি ভালো ছিল না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *