চলন্ত ট্রেনেই মালাবদল-সিঁদুরদান, এক হল চার হাত, ভাইরাল ভিডিয়ো

চলন্ত ট্রেনেই মালাবদল-সিঁদুরদান, এক হল চার হাত, ভাইরাল ভিডিয়ো

couple

কলকাতা: দেশজুড়ে এখন বিয়ের মরশুম৷ চারদিকে শুধুই বিয়ে বাড়ি৷ এরই মধ্যে অন্য এক বিয়ে দখল নেটবাসী৷ দুরন্ত গতিতে ছুটে চলা ট্রেনের মধ্যে চলল মালা বদল, সিঁদুর দান৷ সাক্ষী থাকলেন সহযাত্রীরা৷

ব্যস্ত সময়, ভিড়ে ঠাসা ট্রেন। তারই মধ্যে চলল বিয়ের অনুষ্ঠান। রীতিমতো মালাবদল, সিঁদুরদান শেষে কনেক গলায় মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে করলেন এক যুবক। সোশ্যীল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ভিডিয়ো। 

 

View this post on Instagram

 

A post shared by Yadav Max Sudama (@max_sudama_1999)

ট্রেনযাত্রীদের তত্ত্বাবধানেই বিয়ের নিয়ম কানুন সারলেন ওই নব দম্পতি। যদিও এর আগে হাসপাতালে, বিমানের মধ্যে চার হাত এক হয়েছে৷ সেই ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। কিন্তু ট্রেনে এ ভাবে বোধ হয় প্রথম। ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভিউ হয়েছে এই ভিডিয়োটি। তাঁরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছে যুগলকে। এই ভইডিো দেখার পর অনেকেরই মত, পকেটে টান থাকলে মন্দিরের বদলে ট্রেনকেই বেছে নেওয়া ভালো৷ উল্লেখ্য, এই ঘটনাটি ঘটেছে আসানসোল থেকে জসিডিগামী ট্রেনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =