দলে-দলে ঢুকছে ‘দুর্নীতিগ্রস্ত’ নেতারা, বিক্ষোভ শুভেন্দুর সভায়!

দলে-দলে ঢুকছে ‘দুর্নীতিগ্রস্ত’ নেতারা, বিক্ষোভ শুভেন্দুর সভায়!

তমলুক: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে এক নাগাড়ে নেতাকর্মীদের দলে নেওয়া নিয়ে সমস্যায় পড়ল বিজেপি। ‘দুর্নীতিগ্রস্ত’ নেতাদের দলে নেওয়া নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভায় বিক্ষোভ দেখাল একদল বিজেপি কর্মী সমর্থক। অতিরিক্ত নেতাকর্মীর দলবদলে ক্ষোভ প্রকাশ করেছে দলের শীর্ষ নেতৃত্বরাও।

কয়েকদিন আগেই নতুন নেতার যোগদান নিয়ে বিজেপিকে বার্তা দিয়েছে আরএসএস। সংঘের মতে, এবার দলে নতুন কারোর যোগদানের ক্ষেত্রে রাশ টানতে হবে। তৃণমূল কংগ্রেস থেকে যেই আসবে তাকেই দলে নেওয়া যাবে না। যে দলে আসতে চাইবে তার বিষয়ে খোঁজখবর করে নিতে হবে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, এমন কোনও নেতাকে দলে নেবে না বিজেপি। আর নতুনরা এলেও পুরনোদের সমান সম্মান দেখতে হবে।

শনিবার চন্দ্রকোনা টাউনে বিশাল জনসভায় বাকি আরও কর্মীদের সঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন গৌতম ভট্টাচার্য। চন্দ্রকোনা টাউন ১নং বালকের ক্ষীরপাই পুরসভার কাউন্সিলর ও জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক গৌতম। কিন্তু গৌতমের যোগদান নিয়ে ক্ষোভ ছড়ায় একদল বিজেপি কর্মীদের মধ্যে। মঞ্চের নীচ থেকে তারা বিক্ষোভ দেখায়, তৃণমূল থেকে আসা ওই দুর্নীতিগ্রস্ত নেতাকে দলে নেওয়া যাবে না।

এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “এখন থেকে যাকেই দলে নেওয়া হোক না কেন তার ব্যাকগ্রাউন্ড দেখে তবেই নেওয়া হবে। আর সে প্রাক্তন দলের যত বড় নেতাই হোক, তাকে কোনোরকম শর্ত দিয়ে দলে আনা হবে না।” যাকে নিয়ে এত কান্ড সেই গৌতম ভট্টাচার্য কিন্তু এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =