রাজ্যে ফের করোনার থাবা! মুর্শিদাবাদে মিলল আক্রান্তের হদিশ

রাজ্যে ফের করোনার থাবা! মুর্শিদাবাদে মিলল আক্রান্তের হদিশ

coronavirus

মুর্শিদাবাদ: রাজ্যে ফের করোনার থাবা! মুর্শিদাবাদে মিলল করোনা আক্রান্ত রোগীর খোঁজ৷  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জিয়াগঞ্জের ওই বাসিন্দা। জেলায় কোভিড আক্রান্তর খোঁজ মেলায় উদ্বেগে স্বাস্থ্য দফদর। জেলার সর্বত্রই সতর্কতা জারি করা হয়েছে। মাস্ক পরা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেন চলার উপর জোর দেওয়া হচ্ছে। 

জেলা স্বাস্থ্যদফতর সূত্রে খবর, কোভিড আক্রান্ত ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক৷ প্রথমে মেনিনজাইটিস নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন ওই ব্যক্তি। কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে পাঠানো হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 16 =