নয়াদিল্লি: হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ৷ কয়েক দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল লাখের দোরগোড়ায়৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা বুধবারের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেশি। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর ক্ষতি করার চেষ্টা হয়েছে! ভাতিন্দা ইস্যুতে গর্জে উঠলেন স্মৃতি
দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করলেও স্বস্তির বিষয় হল মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩২৫ জন করোনা আক্রান্ত রোগীর। দৈনিক সংক্রমণ বা পজিটিভিটি রেট প্রায় ৬.৫ শতাংশ। অন্যদিকে বুধবারের তুলনায় সুস্থতার হার সামান্য কমেছে৷ বৃহস্পতিবার দৈনিক সুস্থতার হার ৯৭.৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২০৬ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৪০১।
দেশজুড়ে দাপট দেখাচ্ছে ওমিক্রন৷ ২৬টি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৩০ জন৷ রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্ত রয়েছে মহারাষ্ট্রে (৭৯৭)৷ এর পর যথাক্রমে রয়েছে দিল্লি (৪৬৫), রাজস্থান (২৩৬), কেরল (২৩৪), কর্নাটক (২২৬) এবং গুজরাত (২০৪)।