সাবধান! AC থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস, বলছে মার্কিন গবেষণা

সাবধান! AC থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস, বলছে মার্কিন গবেষণা

সিঙ্গাপুর: গ্রীষ্ম আসছে৷ কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারের আগে সাবধান৷ কারণ করোনা ভাইরাস ছড়াতে পারে এসি-র মধ্যে দিয়েও৷ সম্প্রতি একটি হাসপাতালের এয়ার কন্ডিশনার পাইপের মধ্যে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি৷

করোনা নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াছে৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে৷ সম্প্রতি সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ হাসপাতালে তিনজন করোনা আক্রান্ত রোগী ভরতি হয়েছিলেন৷ তাঁদের ছুটির পর ওই ঘরগুলিতে গবেষণা চালান বিশেষজ্ঞরা৷ গবেষণায় এয়ার কন্ডিশনারের পাইপে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে৷ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একটি পত্রিকায় গবেষণাটি প্রকাশিত হয়েছে৷  আমেরিকার পারডু ইউনিভার্সিটির অধ্যাপক জেমস জি ডয়ার বলেন, সাধারণত পাঁচ হাজার ন্যানোমিটারের চেয়ে ক্ষুদ্র কণাগুলো  এসব এসিতে আটকায় না, ফলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

নতুন গবেষণায় আরও বলা হয়েছে, শুধু করোনা আক্রান্তদের স্পর্শ করলে বা তাদের হাঁচি-কাশি, মুখের লালা থেকে নয়, প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এসির মধ্য দিয়ে আসা বাতাসের মাধ্যমেও৷ সাধারণ এসির ফিল্টারেও করোনাভাইরাস আটকায় না। ফলে কোনো সেন্ট্রাল এসির আওতায় একজন করোনা রোগী থাকলে তা বাতাসের মাধ্যমে অন্যান্য অংশের মানুষের মাঝেও ছড়িয়ে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 6 =