সাবধান! মোবাইল থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস, থাকুন সতর্ক!

সাবধান! মোবাইল থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস, থাকুন সতর্ক!

নয়াদিল্লি: করোনা ভাইরাস আতঙ্কে ধুঁকছে সারা বিশ্ব। আটকানো যাচ্ছে না দ্রুত সংক্রামক এই ভাইরাসকে। এই পরিস্থিতিতে বিজ্ঞানীরা যে তথ্য সামনে এনেছেন, তা ইতিমধ্যেই চাঞ্চল্য ফেলেছে সাধারণ মানুষের মনে। বিজ্ঞানীদের কথায়, করোনা ভাইরাস ছড়াতে পারে মোবাইল স্ক্রিন থেকেও। কারণ, মোবাইলের স্ক্রিনে করোনা ভাইরাস সাতদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। কিন্তু কীভাবে মোকাবিলা করবেন এই সমস্যা?

এই 'ডিজিটাল' যুগে মোবাইল ফোন ছাড়া জীবন অচল। সর্বক্ষণের সঙ্গী এই মুঠোফোন। কিন্তু সেই স্মার্টফোনের স্ক্রিনেই যদি সক্রিয় থাকে করোনার মতো ভাইরাস, তাহলে তা দুশ্চিন্তার বিষয় বৈকি। ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনের অধ্যাপক উইলিয়াম কেভিল বলেন, 'করোনা মোকাবিলায় আপনি আপনার হাত ধুতে পারেন। কিন্তু তারপরেই মোবাইল টাচ স্ক্রিনে হাত দিয়ে সেই হাত যদি মুখে লাগে তাহলেও সংক্রমণ ছড়াতে পারে।' সুতরাং বারবার শুধু হাত ধুয়ে রোখা যাবে না করোনা ভাইরাসকে। এর পাশাপাশি দিনে অন্তত দু'বার আপনার সর্বক্ষণের সঙ্গী মোবাইলটিকেও মুছতে হবে। এই ক্ষেত্রে অ্যালকোহল ওয়াইপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

বিশ্বের প্রায় ৮০টি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ। ইতিমধ্যে মৃত্যু হয়ে তিন হাজারেরও বেশি মানুষের। সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রতিটি দেশ। ভারতেও ঢুকেছে করোনা ভাইরাস। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮, এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য । তার মধ্যে রয়েছে ১৬ জন ইতালির বাসিন্দা। ইতালির ওই ১৬ জন নাগরিকের থেকেই জয়পুরে একজন ভারতীয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও তাঁর কথায়, দিল্লিতে ১টি, আগ্রায় ৬টি, কেরলে ৩টি, তেলঙ্গনায় ১টি ঘটনার কথা জানা গেছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছেন এই বিষয়ে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =