ওয়াশিংটন: করোনা আতঙ্কে জেরবার বিশ্ব৷ মহামারির আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস৷ এটি অত্যন্ত ছোঁয়াচে৷ করোনা ভাইরাস কয়েক ঘণ্টা পর্যন্ত বাতাসে ভেসে থাকতে পারে৷ কোনও কিছুর উপরিভাগে এই ভাইরাস কয়েক দিন পর্যন্ত সক্রিয় থাকে৷ নয়া গবেষণায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য৷
আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউশন অফ হেল্থ-এর অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজের (এনআইএআইডি) একদল চিকিৎসক এই গবেষণাটা চালান৷ তাঁরা আরও জানিয়েছেন, প্লাস্টিক কিংবা স্টেইনলেস স্টিলের গায়ে কয়েকদিন পর্যন্ত টিকে থেকে সংক্রমণ ছড়াতে পারে করোনা ভাইরাস। করোনার প্রধান লক্ষণ হল শ্বাসকষ্ট৷
বুধবার এনআইএআইডি-র চিকিৎসকদের গবেষণাটি প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। তারা জানিয়েছে, ভাইরাসের গতিবিধি অনুধাবন করেত তারা আক্রান্ত ব্যক্তির কফ ও স্পর্শ করা জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন। গবেষণায় তারা এমন ডিভাইস ব্যবহার করেছেন, যা কাশি বা হাঁচিতে তৈরি মাইক্রোস্কোপিক ফোঁটাগুলো ধরতে পারে।
গবেষণায় দেখা গিয়েছে, যখন কোনও ব্যক্তি কাশি বা হাঁচি দেন, তখন তাদের কফের মাধ্যমে ভাইরাস ছড়িয় পড়ে৷ বাতাসে এই ভাইরাস কমপক্ষে তিন ঘণ্টা ভেসে থাকতে পারে। তবে কোনও কিছুর উপর এই ভাইরাস টিকে থাকে আরও বেশি সময়৷ গবেষকরা লক্ষ্য করছেন, প্লাস্টিক এবং স্টেইনলেস স্টিলের গায়ে তিন দিন পরেও সক্রিয় ছিল করোনা ভাইরাস৷ তবে ২৪ ঘণ্টা পরে করোনা ভাইরাস কার্ডবোর্ডের উপর কার্যকর ছিল না। তবে এই ভাইরাস সবচেয়ে কম সময় সক্রিয় থাকে তামার উপর৷ মাত্র চার ঘণ্টা সক্রিয় থাকে এটি৷