করোনা রুখতে ঘরোয়া টোটকা মমতার, ১৪ দিনের ‘ছুটি’র ঘোষণা

করোনা রুখতে ঘরোয়া টোটকা মমতার, ১৪ দিনের ‘ছুটি’র ঘোষণা

f0c504a62da1c7d2ff00b57c8d2cd55b

কলকাতা: করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব৷ মুখে থুবড়ে পড়েছে ভারতীয় শেয়ার বাজার৷ গোটা বিশ্বজুড়ে করোনাভাইরাসকে মহামারীর ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ উদ্বেগ ছড়িয়েছে ভারতেও৷ ব্যতিক্রম নয় বাংলা৷ করোনা নিয়ে প্রথমে  কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তোলার পর এবার সেই চিনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ ‘খেলাশ্রী’ প্রকল্পে ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপন ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীর জানিয়ে দেন, জ্বর হলে প্রয়োজনে ১৪ দিন বাড়িতে বিশ্রাম নিন৷ করোনা রুখতে বেশ কিছু পদ্ধতিও বলে দেন তিনি৷ জানিয়ে দেন, কারো সঙ্গে হাত মেলান না৷ ৫ মিটার দূর থেকে কথা বলুন৷ হাঁচি-কাশির সময় কনুই দিয়ে মুখ ঢেকে রাখুন৷

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সর্দি-কাশি হলে ভয় পাওয়ার কোন কারণ নেই৷ সব সর্দি-কাশি করোনাভাইরাস নয়৷ সব মশার কামড়ে ডেঙ্গু হয় না৷ সব মাছ ইলিশ মাছ নয়৷ সুতরাং অসুখ হলে ডাক্তার দেখান৷ বাড়িতে নিজে ১৪ দিনের বিশ্রামে থাকুন৷ এই আমার আজ ভালো হয়ে গেল, কাল চলে গেলাম, তা নয়৷ ১৪ দিন থেকে ২৭ দিন আপনি বিশ্রাম নিন৷ তাহলে করোনা হবে না৷ এটা আমাদের প্রথম দেখা উচিত৷’’

দ্বিতীয় পদ্ধতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা এখন কারও সঙ্গে হাত মেলাব না, যতক্ষণ না এই ভাইরাস না যাবে৷ কারণ এটা কিন্তু মানুষের সঙ্গে মানুষের মধ্যে ছড়াচ্ছে৷ এটা কিন্তু পশুর মাধ্যমে হচ্ছে না৷ নমস্কার করবেন৷ ৫ মিটার দূরে থেকে কথা বলবেন৷ আপনার পেতেই পারে সব হাঁচি-কাশি৷ কিন্তু আমাদের সুরক্ষা নেওয়ার উচিত৷’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘হাঁচি-কাশি হলে কনুউ নিয়ে মুখে চেপে হাঁচবেন৷ যাতে অন্যেরকে প্রভাবিত না করে৷ আর মুখের উপরে উঠে কেউ কথা বলবে না৷ দূর থেকে কথা বলুন৷ জল খাবেন বেশি করে৷ অন্তত আধঘণ্টা অন্তর অন্তর একটু জল খাবেন৷ কাঁচা খাবার খাবেন না৷ ভালো করে রান্না করে খাবার খান৷ কোন অসুবিধা নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *