আগামী বছরের শুরুতেই করোনা ভ্যাকসিন! আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নতুন বছরের শুরুতেই ভারতে চলে আসবে করোনার ভ্যাকসিন।

নয়াদিল্লি: এক বছর কেটে গিয়েছে, পৃথিবীজুড়ে দাপট দেখাচ্ছে মারণ করোনাভাইরাস। এখনও পর্যন্ত ভ্যাকসিন কবে আসবে তা কোনও দেশ হলফ করে বলতে পারেনি। তবে চেষ্টা চলছে।এরই মাঝে আশার কথা শোনালেন দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি আজ জানান, সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই ভারতে চলে আসবে করোনার ভ্যাকসিন। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। 

তাঁর কথায়, নতুন বছরের শুরুতেই ভারতে করোনার ভ্যাকসিন চলে আসবে। আগামী বছরের জুলাইয়ের মধ্যেই ২৫-৩০ কোটি দেশবাসীকে করোনার ভ্যাকসিন দেওয়া যাবে।হর্ষবর্ধন জানিয়েছেন, ভারত করোনার ভ্যাকসিন তৈরিতে অনেকের চেয়েই এগিয়ে। ধাপে-ধাপে ভ্যাকসিনের পরীক্ষা চলছে। আর কয়েক মাসের মধ্যেই ভারতে তৈরি করোনার ভ্যাকসিন বেরিয়ে যাবে। ইতিমধ্যে ভারতের প্রায় ৩ টি করোনাভাইরাস ভ্যাকসিন চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে রয়েছে। এর আগে প্রধানমন্ত্রীও দাবি করেছিলেন যে, নতুন বছরেই আসবে করোনা ভ্যাকসিন। এই প্রেক্ষিতে হর্ষবর্ধন জানান, ভ্যাকসিন যাতে দেশের সর্বত্র পৌঁছে দেওয়া যায়, তার পরিকল্পনা করছে সরকার। এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য, ই-ভ্যাকসিন ইন্টেলিজেন্স প্লাটফর্ম গঠন করা হয়েছে। তিনি আশাবাদী ২০২১ সালে ভারত করোনাভাইরাস মুক্ত হবে।

বৃহস্পতিবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫,৫৭৬ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্য়া হয়েছে ৮৯,৫৮,৪৮৩ জন। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৪,৪৩,৩০৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৩,৮৩,৬০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮,৪৯৩ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৯৩.৫৮%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩১,৫৭৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। মৃতের হার ১.৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ১০,২৮,২০৩ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বুধবারও সামান্য বেড়েছিল করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। আক্রান্ত হয়েছিলেন ৩৮ হাজার মানুষ। মঙ্গলবার গত চার মাসে প্রথম ৩০ হাজারের নীচে নেমেছিল দেশের করোনার দৈনিক সংক্রমণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =