আসেনি করোনার রিপোর্ট, তিন দিন ধরে হাসপাতালে পড়ে দেহ, ধোঁয়াশায় পরিবার

আসেনি করোনার রিপোর্ট, তিন দিন ধরে হাসপাতালে পড়ে দেহ, ধোঁয়াশায় পরিবার

কলকাতা:  আসেনি করোনার রিপোর্ট৷ তিনদিন ধরে হাসপাতালের মর্গে পড়ে রোগীর মৃতদেহ৷ চরম ভোগান্তিতে পরিবার৷

শুক্রবার পোর্ট ট্রাস্ট হাসপাতালে ভর্তি হন এন্টালির বাসিন্দা প্রিয়াঙ্কা দে৷ শনিবার তাঁর মৃত্যুর খবর জানায় হাসপাতাল৷ হাত-পা বেঁধে রেখে বিনা চিকিৎসায় তাঁকে ফেলে রাখা হয় বলে ভয়ঙ্কর অভিযোগ তোলেন তাঁর পরিবারের লোকজন৷ তাঁরা জানান, হাসপাতাল থেকে ফোনে এই কথা জানিয়েছিলেন খোদ রোগী৷ রয়েছে সেই অডিও ক্লিপ৷  তবে তিন দিন আগে মৃত্যু হলেও এখনও হাসপাতালেই  পড়ে রয়েছে প্রিয়াঙ্কা দেবীর দেহ৷ এই ঘটনায় এখনও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ 

আরও পড়ুন- ৫,০০০ কোটি টাকার দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয়! বিস্ফোরক অভিযোগ বিজেপির

শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে পোর্ট ট্রাস্ট হাসপাতালে ভর্তি হন প্রিয়াঙ্কা দে৷  অনেক টালবাহানার পরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ কিন্তু হাসপাতালে ভর্তি করার পর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ ওঠে৷ অবশেষ শনিবার তাঁর মৃত্যু হয়৷ কিন্তু সোমবার হয়ে গেলেও পরিবারের সদস্যরা মৃতদেহ পাননি৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আগে মৃতার করোনা টেস্ট করা হবে৷ করোনা টেস্টের রিপোর্ট হাতে আসার পরই দেহ দেওয়া হবে৷ কিন্তু কখন এই রিপোর্ট আসবে, তা সম্পূর্ণ ধোঁয়াশায়৷ দুটি জায়গায় সোয়াব টেস্টের নমুনা পাঠানো হয়েছে বলে হাসাপাত সূত্রে জানানো হয়েছে৷ ফলে প্রিয়াঙ্কাদেবী করোনা আক্রান্ত ছিলেন কিনা, তা বুঝে উঠতে পারছে না  তাঁর পরিবার৷ মৃতার স্বামী কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মী৷        
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =