করোনা: কোন রাজ্যে কত আক্রান্ত? লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা

করোনা: কোন রাজ্যে কত আক্রান্ত? লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা

3 stocks recomended

নয়াদিল্লি: ভারতে করো‌না ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ১৩৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভারতের মোট ১৫টি রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে। ১৩৭ জনের মধ্যে ১১৩ জন ভারতীয় ও ২৪ জন বিদেশি নাগরিক।  ১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তে বলি হয়েছে তিন জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে, মহারাষ্ট্রে ও কেরলে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। মহারাষ্ট্রে ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার  তিন জন বিদেশি নাগরিক। অন্য দিকে, কেরলে ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  দুই জন বিদেশি রয়েছেন জানা গিয়েছে।আক্রান্তদের মধ্যে তিন জন সুস্থ হয়ে গিয়েছেন।

অন্ধ্র  প্রদেশে একজন আক্রান্ত হয়েছেন করোনায়। দিল্লিতে আট জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে দুই জন সুস্থ হয়ে গিয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। হরিয়া‌নায় মোট ১৫ জন করোনায় আক্রান্ত হয়েঠছেন। তার মধ্যে ১৪ জনই বিদেশের নাগরিক বলে জানা গিয়েছে। কর্ণাটকে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ওডিশা ও পঞ্জাবে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রাজস্থানে চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। দুই জন বিদেশি রয়েছেন।

তিন জন সুস্থ হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। অন্য দিকে, তামিলনাডুকে এক জন করোনায় আক্রান্ত হয়েছেন। তেলেঙ্গানায় পাঁচ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে দুই জন বিদেশ। একজন সুস্থ হয়ে গিয়েছেন বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে।  জম্মু ও কাশ্মীরে তিন জন ও লাদাখে ছয় জন করোনায় আক্রান্ত। উত্তর প্রদেশে  ১৫ জন আক্রান্ত হয়েছেন। একজন বিদেশি। পাঁচ জন সুস্থ বয়ে গিয়েছেন। উত্তরাখণ্ডে এত জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 18 =