করোনার গ্রাসে আন্দামানের আদিম উপজাতি, রিপোর্ট পজিটিভ চারজনের

অভিজিৎ রায় নামে এক বাঙালি চিকিৎসক আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। তিনি জানিয়েছেন, প্রবাল প্রাচীরে ঘেরা এক দ্বীপে বসবাসকারী আন্দামানিজদের চার জনের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান চিকিৎসকটি। 

কলকাতা: শেষ পাঁচ ছ’ মাসে গোটা বিশ্বের জনজীবন বিপর্যস্ত করে দিয়েছে করোনা ভাইরাস। মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ মানুষের এবং সংক্রামিতের সংখ্যা তাঁর অনেক গুণ বেশি। বলা বাহুল্য, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতির মতো সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে পড়েছে অতিমারির করাল ছায়া। কিন্তু এবার একটা গোটা সভ্যতাই এই ভাইরাসের ফলে নিশ্চিহ্ন হওয়ার মুখে। 

বঙ্গোপসাগরের বুকে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জে কোনওমতে টিকে আছে সেখানকার আদি বাসিন্দারা। মঙ্গোলিয়ান এবং আফ্রিকান জিন বহনকারী এই উপজাতি আন্দামানে হাজার হাজার বছর ধরে বাস করছে। উনিশ শতকে ব্রিটিশদের হাতে খুন এবং বিভিন্ন রোগে মৃত্যু হওয়ার পর এদের আর মাত্র ৫০ জনই বেঁচে আছে। সূত্রের খবর, এদের মধ্যে চারজন করোনা পজিটিভ। 

অভিজিৎ রায় নামে এক বাঙালি চিকিৎসক আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। তিনি জানিয়েছেন, প্রবাল প্রাচীরে ঘেরা এক দ্বীপে বসবাসকারী আন্দামানিজদের চার জনের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান চিকিৎসকটি। 

তিনি আরও বলেন, সম্ভবত ওই চারজন আন্দামানের প্রধান দ্বীপে গিয়েছিল। সেখান থেকেই তাদের শরীরে ভাইরাস সংক্রমণ হয়েছে। এখন প্রশ্ন হল, এই চার জন তাদের গোষ্ঠীর বাকি সদস্যদের সঙ্গে মেলামেশা করেছে কি না। যদি সংসর্গ হয়ে থাকে তবে সমূহ বিপদ। লন্ডনস্থিত এক সার্ভাইভাল সংক্রান্ত গবেষণা সংস্থার গবেষক সোফি গ্রিগ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘আন্দামানের আদি বাসিন্দাদের পজিটিভ হওয়ার খবর চরম উদ্বেগজনক। অতীতে বিভিন্ন রকম মহামারীতে তাদের প্রচুর সদস্য মারা গেছে, ফলে তারা মহামারির ভয়ানক প্রভাব সম্পর্কে সম্যক জ্ঞান রাখে।’

এদিকে পূর্ব ভারতের ওড়িশা রাজ্যের এক পার্বত্য উপজাতির সদস্যের করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। সাম্প্রতিক কালে সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ছে ভারতে। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ৩২ লক্ষেরও বেশি মানুষ। সংক্রামিতের তালিকায় আমেরিকা এবং ব্রাজিলের পরেই ভারতের স্থান। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের বিচারে ৭ আগস্টের পর থেকে প্রতিদিন সবথেকে বেশি মানুষের সংক্রমণের ঘটনা ঘটছে ভারতেই।    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 2 =