কলকাতা: করোনার প্রভাব পড়ল রাজ্য বিধানসভার অধিবেশনেও। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। আর এদিনই করোনা পরিস্থিতির প্রেক্ষিতে বিধানসভায় বেশি লোকের জমায়েত আটকাতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বিধায়ক থেকে শুরু করে সাধারণ দর্শক, এমনকি সাংবাদিকদের ওপরেও এই বিধিনিষেধ কার্যকর করা হবে বলে স্পিকার জানিয়েছেন।এদিন বিধানসভায় সাংবাদিকদের তিনি বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে কেন্দ্র যে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে সেই অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থেই বিধিনিষেধ মেনে চলবে চলতি অধিবেশন।’
অধ্যক্ষ জানান, এই অধিবেশনে বিধায়করা তাদের সঙ্গে একজনের বেশি লোক নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না। প্রতিবার বিধায়কদের অতিথি হিসাবে অধিবেশন দেখতে বহু লোক বিধানসভার দর্শকদের গ্যালারিতে উপস্থিত থাকেন। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়। এবার তা বাতিল করা হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংখ্যাও বেধে দেওয়া হচ্ছে। নির্ধারিত সংখ্যার বেশি সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা এবার একসঙ্গে বিধানসভায় ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন স্পিকার।