ইসলামাবাদ: পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৫। পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তানে করোনা আক্রান্তদের মধ্যে বেশিরভাগ সিন্ধু প্রদেশের বলে জানা গিয়েছে। পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ২৩৮ জন। পাকিস্তানের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, করোনা রোধ করতে কোনও উপযুক্ত ব্যবস্থা ইমরান খানের সরকার গ্রহণ করেনি। ইমরান খান শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি জানিয়েছেন, করোনার থেকে আতঙ্কিত হওয়া বেশি বিপজ্জনক। জনগণ যদি আতঙ্কিত হয়ে পড়েন, সেক্ষেত্রে সাধারণ মানুষের আর কিছু করার থাকবে না। পাকিস্তান ইতিমধ্যে ইরান সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।
অন্য দিকে, শুক্রবার বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান(আইইডিসিআর) স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়েছে, তিন জনের শরীরে নতুন করে নোভেল করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ইতালি থেকে এসেছেন। বাকি দুই জন আক্রান্ত ব্যক্তির সম্পর্শে এসেছিলেন বলে বাংলাদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে। অন্য দিকে, বাংলাদেশে বাইরে থেকে আসা অনেক প্রবাসী দেশে ফিরেছেন।
তাঁদের অনেকের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পাঁচ হাজারের বেশি প্রবাসী জেলায় ফিরে এসেছেন। মাত্র ৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আধিকাংশই বাইরে রয়েছেন। বাংলাদেশে ফিরে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু সেই তালিকার ঠিকানা অনুযায়ী তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই নায়ারাগঞ্জের জেলা প্রশাসনের তরফে জানা হয়েছে। বরিশালে হোম কোয়ারেন্টাইনে না থাকা দুই ব্যক্তিকে জরিমানা ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে।