ফাঁসির ভয়ে আত্মহত্যার চেষ্টা নির্ভয়ার ধর্ষকের, বাঁচাল পুলিশ

ফাঁসির ভয়ে আত্মহত্যার চেষ্টা নির্ভয়ার ধর্ষকের, বাঁচাল পুলিশ

নয়াদিল্লি: ফাঁসির ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন নির্ভয়ার খুনি বিনয় শর্মা। তিহার জেলের শৌচালয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করে বলে খবর। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করেন বলে জানা গিয়েছে। বিনয় শর্মার আইনজীবী এমনটাই দাবি করেছে। তিহার জেল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে বলে জানা গিয়েছে।

তিহার জেলে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্ত চার জনকে। শুধু তাইব নয়, সিসিটিভি ক্যামেরায় সারাক্ষণ চলে নজরদারিতে। তিহার জেলের চার নম্বর সেলের একটি কক্ষে বিনয় শর্মাকে রাখা হয়েছে। তাঁর আইনজীবী শুক্রবার দাবি করেছেন, বুধবার সকালে শৌচালয়ের সিলিং থেকে দড়ি ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিনয় শর্মা। তখনই নিরাপত্তা রক্ষীদের নজরে আসে বিষয়টা। ২০১৬ সালেও বিনয় শর্মা একবার আত্মহত্যার চেষ্টা করেন। সেবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

বৃহস্পতিবার নির্ভয়া কাণ্ডের চার সাজাপ্রাপ্ত আসামিকে হাই সিকিউরিটি জেলে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, এখান থেকে ফাঁসি দেওয়ার জায়গা অনেক কাছে। জানা গিয়েছে, ফাঁসির সাজা একপ্রকার নিশ্চিত হওয়ার পর থেকে অস্থির হয়ে উঠেছে বিনয় শর্মা। রাতের পর রাত ঘুমাচ্ছেন না। মাঝরাতে তাঁকে সেলের মধ্যে পায়চারি করতে দেখা যায়। এই অবস্থা থেকে বিনয় শর্মাকে বের করে আনার জন্য লাগাতার কাউন্সিলিং করা হচ্ছে। সারাক্ষণ তাঁর ওপর নজর রাখা হচ্ছে বলে তিহার জেলের তরফে জানানো হয়েছে।

বিনয় শর্মা সহ চারজনের ফাঁসির দিন প্রথমে ২২ জানুয়ারি নির্ধারিত করা হয়েছিল। এখন বর্তমানে কবে তাদের ফাঁসি হবে, সেই নিয়ে ধন্দ্ব দেখা দিয়েছে। ফাঁসির আগে আসামিদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। ফাঁসির দিন পিছিয়ে দেওয়ার জন্য বিনয় শর্মা আত্মহত্যার চেষ্টা করেছিল বলে একাংশ মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 10 =