ছিলেন শাহজাহানের পিছনে! না পরিয়েছিলেন হাতকড়া, না ধরেছিলেন হাত, বসিরহাটের সেই IC-র বদলি

ছিলেন শাহজাহানের পিছনে! না পরিয়েছিলেন হাতকড়া, না ধরেছিলেন হাত, বসিরহাটের সেই IC-র বদলি

কলকাতা: সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেফতারের পর তাঁকে নিয়ে আসা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতের লকআপে৷ বৃস্পতিবার আদালতে তোলা হয় সন্দেশখালির ‘বাঘ’ কে৷ কোর্টে তোলার সময়ে তাঁর ঠিক পিছনেই হাঁটতে দেখা গিয়েছিল বসিরহাট থানার আইসি কাজল বন্দ্যোপাধ্যায়কে। সামনে শাহজাহান হাঁটছিলেন ঐদ্ধত্যের সঙ্গে৷ কিন্তু তাঁর হাতে হাতকড়া তো দূরের কথা, শাহজাহানের হাত ধরতেও দেখা যায়নি আইসি-কে৷ যেমনটা অন্যান্য বন্দিদের ক্ষেত্রে করা হয়ে থাকে। এর পরেই এল কাজল বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ৷ শুক্রবারই বদলির নির্দেশ দেওয়া হয় তাঁকে৷ মাত্র এক মাস আগেই কাজে যোগ দিয়েছিলেন আইসি৷ 

পুলিশ সূত্রে খবর, কাজল বন্দ্যোপাধ্যায়কে সিআইডি ইনস্পেক্টর হিসাবে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় আইসি পদে দায়িত্ব নিয়েছেন রক্তিম চট্টোপাধ্যায়। তিনি আর আগ পূর্ব বর্ধমানের সিআই ছিলেন। ৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া আইসি-কে কেন বদলি করা হল? তা নিয়ে প্রশ্ন উঠছে৷ বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান অবশ্য জানাচ্ছেন, এটা রুটিন-বদলি। তবে এর নেপথ্যে অনেকেই অন্য কারণ দেখছে৷ বৃহস্পতিবার শাহজাহানের দাপট অনেক বেশি চোখে পড়েছে৷ তার চেয়ে পুলিশকে লেগেছে অনেকটাই নিষ্প্রভ৷ সেটাই বদলির কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − seven =