controversy
কলকাতা: ‘বকেয়া টাকা ফেরত পেয়ে গেলে, আপনারা আমাদের দলকে সমর্থন করছেন তো?’ অশান্ত সন্দেশখালির ঘরে ঘরে গিয়ে নাকি এমন কথাই বলছে তৃণমূল৷ ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ধরা পড়েছে তাঁদের কথোপকথন। প্রাপ্য জমি বা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, ভোট ও সমর্থনের আশ্বাস চাইছে রাজ্যের শাসক শিবির। ভিডিয়োটিতে দু’জন মহিলাকে কথা বলতে দেখা গিয়েছে। দাবি, যিনি সাহায্যের আশ্বাস দিচ্ছেন, তিনি সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার। আর যে মহিলাকে টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছেন, তিনি সন্দেশখালির বাসিন্দা। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শাসকদলকে বিঁধতে শুরু করেছেন বিরোধীরা।
এদিকে, সামনেই লোকসভা ভোট। তার আগেই তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দুই শাগরেদ শিবু ও উত্তমের বিরুদ্ধে একাধিক অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। নারীদের উপর যৌন নির্যাতন, মেয়েদের তুলে নিয়ে যাওয়া, গণধর্ষণই নয়, গ্রামের পুরুষদের উপর অত্যাচার, হুমকি, কাজ করিয়ে টাকা না দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছে শিবু-উত্তমদের বিরুদ্ধে। এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। তার আগে গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার। তবে এখনও নিখোঁজ শেখ শাহজাহান। এই পরিস্থিতিতেই সন্দেশখালির জমি ধরে রাখতে সকলের দোরে দোরে ঘরছে তৃণমূল৷ তবে টাকা – জমি ফেরতের বদলে সন্দেশখালির মানুষ তৃণমূলের ডাকে সাড়া দেবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে৷